জন ক্যাম্পবেল
জন ক্যাম্পবেল

ডোপিংয়ের দায়ে চার বছর নিষিদ্ধ ক্যাম্পবেল

আন্তর্জাতিক ক্রিকেটে জন ক্যাম্পবেল সর্বশেষ খেলেছেন গত জুনে। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সেই সিরিজে চার ইনিংস মিলিয়ে একটি ফিফটি (৫৮ *) ও ৪৫ রানের ইনিংসও ছিল এই ওপেনারের।

টেস্ট ছাড়া গত দুই বছরের মধ্যে আর কোনো সংস্করণে খেলেননি ক্যাম্পবেল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোপিং বিধিমালা ভাঙার দায়ে ২৯ বছর বয়সী ব্যাটসম্যানকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে জ্যামাইকা অ্যান্টিডোপিং কমিশন (জাডকো)। সংস্থাটির দ্বারা ক্যাম্পবেলকে নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত দেখেছে রয়টার্স।

তিন সদস্যবিশিষ্ট স্বাধীন একটি প্যানেল ১৮ পৃষ্ঠার সিদ্ধান্ত জানিয়ে কাল ক্যাম্পবেলকে নিষিদ্ধ করেন। ডোপিং বিধিমালা ভাঙা, নমুনা জমাদানে অস্বীকৃতি—এসব অভিযোগ আনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২টি টি–টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যানের বিরুদ্ধে।

বাংলাদেশের বিপক্ষে গত জুনে দুটি টেস্ট খেলেন ক্যাম্পবেল

কিংস্টনে গত এপ্রিলে রক্ত নমুনা দিতে অস্বীকৃতি জানান ক্যাম্পবেল—তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করেছে জাডকো।

নিষিদ্ধ করার সিদ্ধান্তে বলা হয়, ‘জাডকোর ২.৩ ধারায় ডোপিং বিধিমালা ভেঙেছেন এই অ্যাথলেট। তিনি অনিচ্ছাকৃতভাবে এ কাজ করেছেন—এই কথার পক্ষে কোনো প্রমাণ খুঁজে পায়নি প্যানেল। এমন পরিস্থিতিতে চার বছর খেলতে পারবেন না এই অ্যাথলেট।’

জাডকোর ১০.৩১ ধারা অনুযায়ী শাস্তির মেয়াদ পিছিয়ে এই বছরের ১০ মে থেকে করা হয়েছে।