বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাসেল ডমিঙ্গো
বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাসেল ডমিঙ্গো

বলছেন রাসেল ডমিঙ্গো

‘আমার অধ্যায় শেষ, সময়ও শেষ’

বাংলাদেশ দলের কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর অবস্থান বরাবরই ছিল নড়বড়ে। সদ্য সমাপ্ত ভারত সিরিজের পর তো নিশ্চিতই হয়ে যায়, বাংলাদেশ ক্রিকেটে ডমিঙ্গো অধ্যায় শেষ হতে চলেছে। প্রধান কোচ হিসেবে ডমিঙ্গোকে আর রাখতে চাচ্ছিল না বিসিবি। নতুন করে কোচিং স্টাফ সাজানোরও নানা আভাস–ইঙ্গিত দিচ্ছিল বোর্ড।

বিসিবির এ ভাবনার কথা জানতেন ডমিঙ্গোও। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকান এই কোচ সম্মানজনক বিদায়ের পথই বেছে নিয়েছেন। গতকাল রাতে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছে।

২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন ডমিঙ্গো। ২০২১ সালে সেই চুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।

ভারত সিরিজ শেষ করেই ডমিঙ্গো পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইংল্যান্ডে গিয়েছেন। সেখান থেকেই বিসিবিকে চাকরি ছাড়ার সিদ্ধান্ত জানান। অবশ্য বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এক বিবৃতিতে আজ জানিয়েছেন, ডমিঙ্গো নাকি তাঁর চিঠিতে দায়িত্ব ছাড়ার কোনো কারণ জানাননি।

সাকিবের সঙ্গে ডমিঙ্গো

জালাল ইউনুস বলেছেন, ‘তিনি (ডমিঙ্গো) কোনো কারণ দেখাননি, বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন, বোর্ড তাঁকে যে সমর্থন দিয়েছে সে জন্য। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন, যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে।’

পদত্যাগের কারণ জানতে ডমিঙ্গোর সঙ্গেে বেশ কয়েকবার যোগাযোগ করা হয় এই প্রতিবেদকের পক্ষ থেকে। কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। তবে এক খুদে বার্তায় ডমিঙ্গো বলেছেন, ‘আমি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি। আমার অধ্যায় শেষ, সময়ও শেষ। এখন সামনে তাকানোর পালা।’

এর আগে ডমিঙ্গো একবার বলেছিলেন, ভবিষ্যতে ইংল্যান্ডের কাউন্টি দলের হয়ে কাজ করার ইচ্ছা আছে তাঁর। দুটি কাউন্টি দল নাকি তাঁকে প্রস্তাবও দিয়ে রেখেছে। সে জন্য সপরিবার ইংল্যান্ডে পাড়ি জমানোর পরিকল্পনা এই দক্ষিণ আফ্রিকানের। ইংলিশ কাউন্টির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেও কাজ করার ইচ্ছা আছে ডমিঙ্গোর।