অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দল
অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দল

শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের জয়ে কতটা কঠিন হলো পাকিস্তানের সেমির পথ

৬ ম্যাচের ৬টি জিতে অনেকটাই নির্ভার ভারত, কিন্তু তাদের সীমান্তের ওপাশের দেশ পাকিস্তানে সেই নির্ভারতা নেই। টানা ৪ ম্যাচ হেরে অনেকটাই খাদের কিনারে বাবর আজমের দল। ৬ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৪। হাতে আছে ৩ ম্যাচ।

সেই তিন ম্যাচের প্রথমটিতে আজ কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান। পরের দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। এই তিন ম্যাচ জিতলে কি সেমিফাইনালে যেতে পারবে ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা?

এবারের বিশ্বকাপটা অনেক দলের সমর্থকদেরই অঙ্কের পরীক্ষা নিচ্ছে। ৬টি করে ম্যাচ খেলে ফেলেছে সব কটি দল। এখন পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত হয়নি কোনো দলের, বাদও পড়েনি কেউ। অঙ্কের হিসাবে তাই পাকিস্তানের সেমিফাইনাল খেলার সুযোগ এখনো আছে। তবে গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের জয়ে পথটা আরও কঠিন হয়ে গেছে পাকিস্তানের জন্য।

বিশ্বকাপে তিনটি জয় পেয়ে উড়ছে আফগানিস্তান

সেমিফাইনালে ওঠার পথে পাকিস্তানকে প্রথম যে কাজটি করতে হবে, সেটা আজ বাংলাদেশসহ পরের দুটি ম্যাচও জিততে হবে। এই তিন ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ১০। এই পয়েন্ট কি সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট হবে? আসলে নিজেদের কাজটা ঠিকভাবে করে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর দিকে।

সেই ম্যাচগুলোর হিসাবও যদি তাদের মতো করে মিলে যায়, তাহলেই ১০ পয়েন্ট নিয়েও সেমিফাইনালে খেলতে পারবে পাকিস্তান। সেই হিসাবগুলো পাকিস্তানের পক্ষে যেতে হলে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়াকে বাকি তিন ম্যাচই হারতে হবে। অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ তিনটি আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে। এ ছাড়া শ্রীলঙ্কাকে ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ তিনটির দুটি হারতে হবে। এমনটা হলে প্রথম রাউন্ড শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট থাকবে ৮, শ্রীলঙ্কাও ৬ পয়েন্টের বেশি পাবে না।

১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ভারত

এই হিসাব ছাড়াও আরেকটি পথে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান। সেটি এ রকম—নিউজিল্যান্ডকে তাদের বাকি তিন ম্যাচের দুটি হারতে হবে বড় ব্যবধানে। তাহলে তারা ১০ পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ড শেষ করবে আর নেট রানরেটও হয়তো পাকিস্তানের চেয়ে কম থাকবে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের জয়টি পাকিস্তানের জন্য বিষয়টি আরও জটিল করে তুলেছে। এ মুহূর্তে আফগানিস্তান ৬ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। এ অবস্থায় পাকিস্তানের চাওয়া হতে পারে একটাই—আফগানিস্তান তাদের পরের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার কাছে হারবে এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে।