আইপিএল খেলার জন্য মোস্তাফিজুর রহমানের ছুটি বাড়িয়েছে বিসিবি। এখন চেন্নাই সুপার কিংসের হয়ে বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ। বিসিবির দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজের আইপিএলে থাকার কথা।
এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মোস্তাফিজ ১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন। সেদিন চেন্নাই খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস।
জিম্বাবুয়ে সিরিজের জন্যই মোস্তাফিজকে আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে দল। ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। মোস্তাফিজকে আইপিএল থেকে ফিরেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে।
আইপিএলে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন বাংলাদেশের মোস্তাফিজ। ৫ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১০টি। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার এখন আছেন ৩ নম্বরে। সমান ১০ উইকেট নিয়েও ইকোনমি গড়ে এগিয়ে থেকে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুইয়ে আছেন যশপ্রীত বুমরা।
১১ উইকেট নিয়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল। এর আগে এবারের আইপিএলে দুই দফায় টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ মাথায় পরেছেন মোস্তাফিজ। তাঁর দল চেন্নাইও ভালো করছে। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই এখন আইপিএলের পয়েন্ট তালিকার ৩ নম্বরে।