মিকি আর্খার আবার পাকিস্তানের কোচ হতে রাজি হয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম
মিকি আর্খার আবার পাকিস্তানের কোচ হতে রাজি হয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম

পুরোনো একজনই আসছেন পাকিস্তানের নতুন কোচ হয়ে

এমনিতেও পাকিস্তান দলের স্থায়ী কোচ নেই এখন। বাবর আজমদের দায়িত্বে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আছেন সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাক। অন্যদিকে পরিবর্তন হয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়। রমিজ রাজার জায়গায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান হয়ে এসেছেন নাজাম শেঠি। এখন যে দেশটির ক্রিকেটের বিভিন্ন জায়গায় পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক।

শেঠি পিসিবির প্রধান হওয়ার পরপরই পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনুজমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। এখন শোনা যাচ্ছে, শিগগির নতুন কোচও নিয়োগ দেবেন শেঠি।

পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ সাকলাইন মুশতাক

যাঁর নাম শোনা যাচ্ছে, নতুন কোচ হিসেবে তিনি অবশ্য পাকিস্তানের ক্রিকেটে নতুন নন! এর আগেও পাকিস্তান কোচের দায়িত্ব পালন করা মিকি আর্থারকেই নাকি আবার আনতে চাইছে পিসিবি। পাকিস্তানের সামা টিভির খবর অনুযায়ী, পিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন আর্থার।

পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে নাজাম শেঠি প্রথম যে বৈঠকটি করেছেন, সেখানেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবির একটি সূত্র। ওই সূত্র ভারতের এনডিটিভিকে বলেছে, আর্থারকে আবার আনার চেষ্টা চলছে। এ ছাড়া আরও কয়েকটি বিকল্প আছে। সবাই বিদেশি।

আর্থার আপাতত ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্বে আছেন

আর্থার আপাতত ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্বে আছেন। তবে শিগগির তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে সেখানে। অন্যদিকে অন্তর্বর্তী কোচ সাকলাইনের সঙ্গে পিসিবির চুক্তিও শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষে। সব মিলিয়ে সেই সময়ই আর্থার পাকিস্তানের কোচ হয়ে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকান কোচ আর্থার এর আগে পাকিস্তানের দায়িত্বে ছিলেন ৬ মে ২০১৬ থেকে ৭ আগস্ট ২০১৯ পর্যন্ত। এই সময়ের মধ্যে ২০১৬ সালে পাকিস্তান টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেছিল। ২০১৭ সালে জিতেছিল ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। আর ২০১৮ সালে পাকিস্তানকে বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি দল বানিয়েছিলেন আর্থার।