বাবরদের ফিটনেস পরীক্ষা না দেওয়া নিয়ে বিস্মিত ওয়াসিম আকরাম
বাবরদের ফিটনেস পরীক্ষা না দেওয়া নিয়ে বিস্মিত ওয়াসিম আকরাম

বাবরদের ফিটনেস পরীক্ষা না দেওয়া নিয়ে ওয়াসিম আকরামের বিস্ময়

ভারতের কাছে বড় হারের পর বাবর আজমদের দিকে ধেয়ে যাচ্ছে সমালোচনার তির। পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারের কাছে এমন হারের ‘কৈফিয়ত’ চেয়েছেন ওয়াসিম আকরাম-শোয়েব মালিক-মঈন খানরা। এবার তো পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা না দেওয়ার বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কিংবদন্তি ফাস্ট বোলার আকরাম।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি এই (পাকিস্তান দলের) খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বিস্মিত। এখন কোনো ফিটনেস টেস্ট নেই। মিসবাহ যখন কোচ ও নির্বাচক ছিল, সে ইয়ো-ইয়ো টেস্ট এবং অন্যান্য টেস্ট নিত।’

ভারতের বিপক্ষে পাকিস্তানের এমন পারফ্যান্স মেনে নিতে পারছেন না ও

আকরাম এরপর যোগ করেন, ‘একজন পেশাদার ক্রিকেটারের মাসে অন্তত একবার ফিটনেস টেস্ট দেওয়া উচিত। আপনি যদি এটা (ফিটনেস পরীক্ষা) না করেন, আপনাকে তো এর (ভারতের কাছে হার) মুখোমুখি হতেই হবে।’

পাকিস্তান ক্রিকেটের অনিশ্চয়তা যে দলের পারফরম্যান্সে বড় প্রভাব রাখছে, সেটিও বলেছেন আকরাম, ‘গত তিন বছরে পিসিবির তিনজন চেয়ারম্যান এসেছেন। টিম ম্যানেজমেন্টের সবাই একধরনের অনিশ্চয়তায় ভোগেন। তাঁরা জানেন না, পরের সিরিজে তাঁরা আদৌ থাকবেন কি না। এভাবে হয় না। ২ উইকেটে ১৫৪ থেকে ১৯১ রানে গুটিয়ে যাওয়াটা সত্যিই খুব হতাশাজনক।’