প্রথম দুই টেস্ট জিতেই ‘ভারত-দুর্গ’ জয় করেছে নিউজিল্যান্ড। এক যুগের মধ্যে প্রথম দল হিসেবে টেস্ট সিরিজ জিতেছে ভারতে। মুম্বাইয়ে তৃতীয় টেস্টে কিউইদের সামনে আরও বড় কীর্তির হাতছানি, এবার সুযোগ ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই করার। ২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে ওদেরই মাটিতে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ।
প্রথম দল হিসেবে ভারতে ভারতকে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ধবলধোলাই করতে পারবে কি না, সেটি আগামীকালই জানা যাবে। আবহাওয়া হঠাৎ বিগড়ে না গেলে এটি নিশ্চিত মুম্বাই টেস্ট শেষ হচ্ছে তৃতীয় দিনেই। আজ দ্বিতীয় দিনটা নিউজিল্যান্ড শেষ করেছে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে, এগিয়ে গেছে ১৪৩ রানে। এজাজ প্যাটেল ও উইলিয়াম ও’রুর্ক আর কত রান এনে দিতে পারেন নিউজিল্যান্ডকে, সেটিই দেখার বিষয়।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্টে এর আগে পাঁচবার রান তাড়া করতে নেমে ভারত জিততে পেরেছে মাত্র একবার, হেরেছে তিনবার, ড্র করেছে একবার। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে জয়টা এসেছিল আবার মাত্র ৪৮ রানের লক্ষ্য পেরিয়ে। অন্য চারটি ম্যাচেই অবশ্য লক্ষ্যটা ২৪০ রানের বেশি ছিল।
নিউজিল্যান্ডকে বিরল কীর্তি গড়ার আশা দেখাচ্ছে এই সিরিজে ভারতের ব্যাটিং। মুম্বাই টেস্টেই এই সিরিজে প্রথমবার প্রথম ইনিংসে লিড পেলে এবারও ব্যাটিংটা ভালো হয়নি ভারতের। গতকাল বিকেলে ৮ বলের মধ্যে ৩ উইকেট হারানো দলটি আজও ব্যাটিং ধসের শিকার।
৪ উইকেটে ৮৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা দলটি আর কোনো উইকেট না হারিয়েই পৌঁছে যায় ১৮০ রানে। ইশ সোধির রং আনে এলবিডব্লু হলে ভাঙে গিল-পন্তের ৯৬ রানের জুটি, ভারতের ইনিংসের শেষের শুরুও তাতে। ১৮০/৪ থেকে ২৬৩/১০, ৮৩ রানে শেষ ৬ উইকেট হারায় দলটি।
৫৯ বলে ৬০ রান করেছেন পন্ত। শুবমান গিল ১৪৬ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৯০ রান। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করেন। তাতেই ২৮ রানের লিড পায় ভারতীয়রা। মুম্বাইয়ে খেলা নিউজিল্যান্ডের সর্বশেষ টেস্টে ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল এবার পেয়েছেন ৫ উইকেট।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে ২ রান তুলতেই হারায় অধিনায়ক টম ল্যাথামকে। পেসার আকাশ দীপ বোল্ড করে দেন তাঁকে। এরপর মোটামুটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। ম্যাট হেনরিকে রবীন্দ্র জাদেজা বোল্ড করতেই শেষ হয় দিনের খেলা। জাদেজা নিয়েছেন ৪ উইকেট, রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেছেন উইল ইয়াং।
নিউজিল্যান্ড: ২৩৫ ও ৪৩.৩ ওভারে ১৭১/৯ (ইয়াং ৫১, ফিলিপস ২৬; জাদেজা ৪/৫২, অশ্বিন ৩/৬৩)।
ভারত ১ম ইনিংস: ৫৯.৪ ওভারে ২৬৩ (গিল ৯০, পন্ত ৬০, সুন্দর ৩৮*, জয়সোয়াল ৩০; প্যাটেল ৫/১০৩)।
(২য় দিন শেষে)