নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। দলে ফিরেছেন সাদমান ইসলাম, নুরুল হাসান, নাঈম হাসান ও হাসান মাহমুদ।
চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের। নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নেওয়ায় দলে নেই লিটন দাসও। অভিজ্ঞদের অবর্তমানে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন।
নাজমুলের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দল ভালো করবে, এমন আশা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের, ‘নিউজিল্যান্ড সিরিজের জন্য দলে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। টেস্ট দলের নতুন অধিনায়ক নাজমুল হোসেন। তার নেতৃত্বে যারা সুযোগ পেয়েছে, তারা অবশ্যই দায়িত্ব নিয়ে খেলবে। আশা করি, নিউজিল্যান্ড সিরিজে ভালো কিছু করতে পারব।’
প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই সর্বশেষ আফগানিস্তান সিরিজের দলে থাকা পেসার মুশফিককে বাদ দিয়ে দুজন বাড়তি স্পিনার নেওয়া হয়েছে। মিনহাজুল বলেছেন, ‘বাড়তি ফাস্ট বোলার হিসেবে সেই সিরিজে থাকা মুশফিক হাসানকে ধরে রাখা হয়নি। দুজন স্পিনার দলে নিয়েছি। নাঈম হাসানকে ফেরানো হয়েছে।’
দলে অতিরিক্ত স্পিনার হিসেবে হাসান মুরাদকে নেওয়া প্রসঙ্গে মিনহাজুল বলেন, ‘একদম নতুন হাসান মুরাদকে দলে নিয়েছি। গত দুই বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ও যথেষ্ট ভালো বোলিং করেছে। হাই পারফরম্যান্সে যথেষ্ট ভালো কাজ করেছে।’
নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসান মুরাদ।