মুশির খান
মুশির খান

গাড়ি দুর্ঘটনায় আহত সরফরাজের ভাই মুশির

বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন মুশির খান। ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে দেশের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে একের পর এক দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ভারতের হয়ে তিনটি টেস্ট খেলা সরফরাজ খানের ছোট ভাই।

কিন্তু এক দুর্ঘটনায় আপাতত থামতে হচ্ছে মুশিরকে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে মুশির। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কানপুর থেকে লক্ষ্ণৌ যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন এই তরুণ ক্রিকেটার।

দুর্ঘটনার খবর জানালেও কীভাবে দুর্ঘটনার কবলে পড়লেন মুশির, আঘাত কতটা গুরুতর, সেটা জানাতে পারেনি টাইমস অব ইন্ডিয়া। তবে তাদের দাবি, ইরানি কাপ ও রঞ্জি ট্রফির প্রথম কয়েক রাউন্ডে দেখা যাবে না মুশিরকে। ভারতের আরেকটি সংবাদমাধ্যম স্পোর্টস তাক জানিয়েছে, ঘাড়ে চোট পেয়েছেন মুশির। তাদের দাবি, এই চোটে ৬ সপ্তাহ থেকে ৩ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে মুশিরকে।

দুলীপ ট্রফিতে সেঞ্চুরির পর মুশির

স্পোর্টস তাক–কে একটি সূত্র বলেছে, ‘দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। গাড়িটি রাস্তায় ৪ থেকে ৫ বার উল্টে গেছে, এ কারণেই মুশির গুরুতর চোট পেয়েছে।’ টাইমস অব ইন্ডিয়াও একটি সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘ইরানি কাপের জন্য দলের সঙ্গে লক্ষ্ণৌ যাননি মুশির। আজমগড় থেকে সম্ভবত সে তার বাবার সঙ্গে ভ্রমণ করছিল। সেখানেই দুর্ঘটনা ঘটে।’

মুশির সম্প্রতি দুলীপ ট্রফিতে দুর্দান্ত ভারত ‘বি’ দলের হয়ে ১৮১ রানের ইনিংস খেলেছেন। এর আগে চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করেছেন দুটি সেঞ্চুরি। এরপর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করেছেন, সেমিফাইনালে ফিফটির পর ফাইনালে আবার করেছেন সেঞ্চুরি। এমন পারফরম্যান্স উপহার দিয়ে অস্ট্রেলিয়া সফরে ভারত ‘এ’ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন মুশির।