চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

আগে চিঠির জবাব দেবেন হাথুরুসিংহে, তারপর...

বিসিবির কাছ থেকে কারণ দর্শানো নোটিশ ও সাময়িক বরখাস্তের চিঠি পেয়ে কিছুটা যেন বিস্মিত চন্ডিকা হাথুরুসিংহে। তবে এখনই এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজি হননি তিনি। আগে বিসিবির চিঠির জবাব দেবেন, তারপর কথা বলবেন এ নিয়ে।

বিসিবির সিদ্ধান্তের ব্যাপারে মুঠোফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে হাথুরুসিংহে প্রথম আলোকে বলেন, ‘আমি জানি না কী ঘটেছে। আমি একটা চিঠি পেয়েছি, যেটাকে বলতে পারেন কারণ দর্শানো নোটিশ, যেখানে কিছু প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। আমাকে এটার জবাব দিতে হবে। কাল সেটি দেব। দুর্ভাগ্যজনকভাবে এখন এর বেশি কিছু বলতে পারছি না।’

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ

হাথুরুসিংহেকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করা হলেও হাথুরুর উত্তর পাওয়ার আগেই বিসিবি নিয়োগ দিয়ে ফেলেছে নতুন কোচ। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়ে সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ও কোচ ফিল সিমন্সের আগামীকালই ঢাকায় আসার কথা। এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলেও বেশি কিছু বলতে রাজি  হননি হাথুরুসিংহে, ‘আপনিও জানেন এটা ঠিক হয়নি। তবে তারা এটাই করেছে। এ নিয়ে আমার কোনো কথা নেই। আমি চুক্তি অনুযায়ী যাব। আগামীকাল আমি তাদের চিঠির জবাব দেব। তারপর আমি আপনাদের সবার সঙ্গে কথা বলব।’

যেহেতু চুক্তি শেষ হওয়ার আগেই তাঁকে বরখাস্ত করা হচ্ছে, বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে যাবেন কি না, জানতে চাইলে শ্রীলঙ্কান এই কোচ এড়িয়ে গেছেন সেটিও, ‘এখন আসলে আর কিছুই বলতে পারছি না। কারণ, আমি এখনো চিঠির জবাব দিইনি। এখন বললে সেটা অপ্রাসঙ্গিক হবে।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য হাথুরুসিংহেকে বরখাস্তের সংবাদ সম্মেলনে বলেছেন, অসদাচরণের জন্য কারও চাকরি গেলে তাঁকে নোটিশ পিরিয়ড না দিলেও চলে। তারপরও দেশের ও আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করতেই হাথুরুসিংহেকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।