ভারতীয় পেসার যশপ্রীত বুমরা
ভারতীয় পেসার যশপ্রীত বুমরা

বুমরা হবেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার—হেডের সার্টিফিকেট

যশপ্রীত বুমরাকে নিয়ে দুজনের কথাই ইতিবাচক। তবে প্রকাশটা ভিন্ন। ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভেন ফিন যেমন বুমরাকে বিশেষায়িত করেছেন একটু অন্যভাবে—‘সে অদ্ভুত।’ কিন্তু ট্রাভিস হেড আবার সেভাবে নয়। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তাঁর মনের কথাটা একদম সোজাসুজি বলে দিয়েছেন, বুমরা হবেন এই খেলার সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার।

ভারত ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়া সফর করছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে পার্থে প্রথম ম্যাচ ২৯৫ রানে জিতেছে ভারত। অ্যাডিলেডে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ সামনে রেখে আজ সংবাদকর্মীদের হেড বলেছেন, ‘যশপ্রীত সম্ভবত সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার হবে। সে কতটা চ্যালেঞ্জিং হতে পারে, তা আমরা এ মুহূর্তে টের পাচ্ছি। এমন চ্যালেঞ্জ নিয়ে খেলা ভালোই।’

কেন ভালো—সে ব্যাখ্যাও বেশ মজা করে দিয়েছেন হেড, ‘ভবিষ্যতে ক্যারিয়ারের দিকে তাকিয়ে নাতি–পুতিদের বলতে পারব, আমি তার মুখোমুখি হয়েছি। তাই সিরিজটা একদম খারাপ না, তার সঙ্গে খেলতে পারছি। তবে আশার কথা হলো, আর কয়েকবার আমাকে তার মুখোমুখি হতে হবে। সেটা চ্যালেঞ্জিং।’

রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে ভারতের অধিনায়কত্ব করেন বুমরা। ৮ উইকেট নিয়ে হন ম্যাচসেরাও। দ্বিতীয় টেস্টে ভারতের দলে রোহিত ফেরায় তাঁর ওপর অধিনায়কের ভার ন্যস্ত করে আরও হালকা হতে পারবেন বুমরা। কাঁধ থেকে অতিরিক্ত দায়িত্ব নেমে যাওয়ায় গোলাপি বলে বুমরা হয়ে উঠতে পারেন আরও ভয়ংকর।

পার্থে হেরে সিরিজে পিছিয়ে আছেন ট্রাভিস হেডরা

ফিন বুমরার ভেতরকার এই ভয়ংকর ব্যাপারটাই বলেছেন অন্যভাবে। পার্থে ভারতের দাপট ছড়ানো নিয়ে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালিস্টার কুককে নিয়ে টিএনটি স্পোর্টসে আলোচনা করেন সাবেক এই পেসার। বুমরাকে নিয়ে সেখানে ফিন বলেছেন, ‘জয়সোয়ালের ১৬১ দারুণ। যে খেলোয়াড়টিকে আমি দেখতে ভালোবাসি এবং আমি সত্যিই মনে করি সে এই মুহূর্তে বিশ্বের সেরা, সে যশপ্রীত বুমরা। সে স্রেফ—সে অদ্ভুত, সত্যি বলতে। তার বোলিং দেখে নিজেকে প্যাড পরতে হচ্ছে না ভেবে খুশি লাগবে।’

ভারতের হয়ে ৪১ টেস্টে ৭৯ ইনিংসে ২০.৬ ও ৪৩.৬ স্ট্রাইকরেটে ১৮১ উইকেট নেওয়া বুমরা এই মুহূর্তে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার। পার্থে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫ উইকেট নেন বুমরা। ‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে সপ্তমবারের মতো ৫ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার।

পার্থ টেস্টে ম্যাচসেরা হন যশপ্রীত বুমরা

এই চারটি দেশে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে কপিল দেবের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়া বোলার বুমরা। এই দেশগুলোতে ২৭ টেস্টে বুমরার উইকেটসংখ্যা ১২১। গড় ২২.৩৩। উপমহাদেশের পেসারদের মধ্যে (অন্তত ৫০ উইকেট নিয়েছেন) ‘সেনা’ দেশগুলোয় তাঁর বোলিং গড়ই সেরা। ওয়াসিম আকরাম (২৪.১১), মোহাম্মদ আসিফ (২৫.০২) ও ইমরান খানের (২৬.৫৫) মতো কিংবদন্তিরা এ তালিকায় বুমরার পেছনে।