অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন

বিক্রি হয়ে যাচ্ছে ওয়ার্নের ৬৪ কোটি টাকার বিলাসী অ্যাপার্টমেন্ট

গত মার্চে গোটা ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুর খবর। একটা প্রজন্মের ক্রিকেটপ্রেমীরা হয়েছিলেন শোকে মুহ্যমান। ক্রিকেটের সর্বকালের সেরা এই লেগ স্পিনারের মৃত্যু যেন ছিল ক্রিকেটের বর্ণিল এক অধ্যায়েরই পরিসমাপ্তি।

থাইল্যান্ডের কো সামুইতে ছুটি কাটাতে গিয়ে ভাড়া করা ভিলাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন অস্ট্রেলীয় তারকা। টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট নেওয়া লেগ স্পিনের জাদুকরের মৃত্যুর চার মাস কেটে যাওয়ার পর তাঁর পরিবার এখন বিক্রি করে দিচ্ছে তাঁর সাধের অ্যাপার্টমেন্ট। সেন্ট কিলডায় অবস্থিত বাংলাদেশি মুদ্রায় যে অ্যাপার্টমেন্টটি ৬৪ কোটি ৩৫ লাখ টাকা দিয়ে কিনেছিলেন ওয়ার্ন।

ওয়ার্নের মৃত্যুর চার মাসের মধ্যেই বিক্রি হচ্ছে তাঁর শখের অ্যাপার্টমেন্ট

মৃত্যুর সময় ওয়ার্ন তিন সন্তান সামার জ্যাকসন ও ব্রুককে রেখে গেছেন। আছেন তাঁর সাবেক স্ত্রী সিমোনে কালাহান। এঁরা সবাই আইনত তাঁর সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মিরর জানিয়েছে, এরা সকলেই সেন্ট কিলডার সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিকে আগ্রহী। এ জন্য ক্রেতাও তাঁরা এরই মধ্যে খুঁজে পেয়েছেন। জানা গেছে, নাম প্রকাশ না করা সেই ক্রেতা নাকি উত্তরসূরিদের ৬৪ কোটি ৩৫ লাখ টাকার চেয়েও বেশি অর্থ দিতে চেয়েছেন।

ওয়ার্নের সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অন্দর

অস্ট্রেলিয়ার দৈনিক হেরাল্ড সানও অ্যাপার্টমেন্টটি বিক্রির খবর দিয়েছে। তারা জানিয়েছে, ক্রেতা যে অর্থ দিতে চেয়েছেন, সেটিতে ওয়ার্নের উত্তরসূরিরা খুশি। খুব শিগগিরই এই অ্যাপার্টমেন্টটি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে।

খুব শখ করেই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন ওয়ার্ন। নিজের মনের মতো করেই এর অন্দরসজ্জা করেছিলেন তিনি। সেখানে বিলাসিতার প্রায় সব উপকরণই ছিল। স্পা থেকে শুরু করে সেখানে লন্ড্রি, ক্যাটারিং, সিনেমা হল, গাড়ি ধোয়ার প্ল্যান্ট ও বিশাল বার ছিল।

অ্যাপার্টমেন্টটি যারা কিনছে, তারা এটিকে বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যেই কিনছে বলে জানিয়েছে হেরাল্ড সান।