মাথায় বলের আঘাত লাগায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে আপাতত খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। তবে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছেন বাঁহাতি এই পেসার।
গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার নেট অনুশীলনের সময় মোস্তাফিজের মাথায় বলের আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে।
সিটি স্ক্যানের পর অবশ্য জানা যায়, মোস্তাফিজের মাথার চোট শুধু মাথার বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই। তবে তাঁর মাথায় সেলাই লেগেছে পাঁচটি। এই ঘটনার দুই দিন পর মোস্তাফিজকে ঢাকায় আনা হয়।
ঢাকায় আগামীকাল তাঁর চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা। এবারের বিপিএলে তিনি আর খেলতে পারবেন কি না, তা এরপরই জানা যাবে। তবে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী এর আগে বলেছিলেন, মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাঁর খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।
আজ তিনি প্রথম আলোকে বলেছেন, ‘কাল তার বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর কথা। এই কয়দিন তো সেলাইয়ের জায়গায় ড্রেসিং হয়েছে। কাল দেখার পর বলা যাবে সামনে কী করণীয়। সব ঠিক থাকলে হয়তো সামনে খেলতে পারবে।’