বিপিএলে এবারের মৌসুমে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে আর দেখা যাবে না। ফরচুন বরিশালের হয়ে খেলা মালিক ঢাকা পর্ব শেষে দুবাই গিয়েছিলেন। কথা ছিল দুবাইয়ে ব্যক্তিগত কাজ শেষ করে সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেবেন।
কিন্তু ৪১ বছর বয়সী এই পাকিস্তানি অলরাউন্ডার বিপিএলে চলতি মৌসুমে আর ফিরছেন না বলে জানিয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি দল ফরচুন বরিশাল। বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন।’ বরিশাল সূত্রে জানা গেছে, তাঁর বদলি হিসেবে বরিশালে যোগ দিতে পারেন পাকিস্তানের আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।
কয়েক দিন ধরে শোয়েব মাঠের বাইরের ঘটনায় আলোচিত ছিলেন। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে মালিক জানিয়েছিলেন, পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পাকিস্তানি ক্রিকেটারের এটি তৃতীয় বিয়ে।
চলতি বিপিএলে বরিশালের হয়ে শোয়েব খেলেছেন মাত্র ৩ ম্যাচ। খুব একটা ভালো করতে পারেননি। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮ বলে অপরাজিত ছিলেন ১৭ রানে। খুলনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ৬ বলে অপরাজিত ৫*।
কুমিল্লার বিপক্ষে তৃতীয় ম্যাচে ৬ বলে ৭ রান। বল হাতে রংপুরের বিপক্ষে ১ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন। খুলনার বিপক্ষে পরের ম্যাচেও করেন ১ ওভার। কিন্তু রান দেন ১৮। ওই ওভারে তিনটি নো বল করেন শোয়েব। বিতর্কিত সেই ওভারের পর শেষ ম্যাচে তাঁকে দিয়ে বোলিং করানো হয়নি।
ঢাকা পর্বের তিন ম্যাচে বরিশালের জয় ১টি, রংপুরের বিপক্ষে। বরিশালের পরের ম্যাচ আগামী শনিবার, চট্টগ্রামের বিপক্ষে।