বৃষ্টি থেমেছিল তখন, মাঠ পর্যবেক্ষণে পাকিস্তানের আবরার আহমেদ (বাঁয়ে) ও নাসিম শাহ
বৃষ্টি থেমেছিল তখন, মাঠ পর্যবেক্ষণে পাকিস্তানের আবরার আহমেদ (বাঁয়ে) ও নাসিম শাহ

ম্যানচেস্টার, পোর্ট অব স্পেনের পর কলম্বোতেও বৃষ্টি

ম্যানচেস্টার, পোর্ট অব স্পেন বা কলম্বো—বৃষ্টি বাগড়া দিচ্ছে সবখানেই। অ্যাশেজে শেষ দিন ভেসে যাওয়ার পর ড্র হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। গতকাল পোর্ট অব স্পেনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলাও হয়নি, সেটিও হয়েছে ড্র। শ্রীলঙ্কা ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনও পড়েছে বৃষ্টির কবলে। আজ দ্বিতীয় দিন খেলা হয়েছে মাত্র ১০ ওভার।

গতকাল প্রথম দিনই প্রথম ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান কমিয়ে আনে পাকিস্তান। ২১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছিল তারা। এরপর আজ ১০ ওভারে তারা তোলে ৩৩ রান। তাতে লিড হয়ে যায় ১২ রানের। বাবর আজম ও আবদুল্লাহ শফিকের জুটিও পেরিয়ে যায় ৫০ রান। এরপরই নামে বৃষ্টি। সেটিও যাকে বলে ঝুম বৃষ্টি।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে খেলা হয়েছে ১০ ওভার

বৃষ্টি থেমেছে মাঝে, তবে সে সময়ও মাঠ ভেজা ছিল। সেটি শুকানোর আগেই আবার নামে বৃষ্টি। মধ্যাহ্নবিরতি ও চা-বিরতির মধ্যে হয়নি এক ওভারও। শেষ সেশনে এসে বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করে তোলার মতো সময় ছিল না আর। এর ফলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

অবিচ্ছিন্ন আছে শফিক ও বাবরের জুটি

শফিক অপরাজিত আছেন ৮৭ রানে, বাবর ব্যাটিং করছিলেন ২৮ রানে। অবশ্য প্রথম দিনই নিয়ন্ত্রণ নিয়ে পাকিস্তান এ টেস্টে এগিয়ে গেছে অনেকটাই। দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই ভেসে গেলেও এখনো পরিষ্কার ফেবারিট বলতে হবে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাবর আজমের দলকেই।