ট্রেন্ট বোল্ট সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে
ট্রেন্ট বোল্ট সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে

১৬ মাস ওয়ানডে না খেলা বোল্টের কাছে শীর্ষস্থান খোয়ালেন বুমরা

প্রায় আড়াই বছর পর ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফেরা যশপ্রীত বুমরা এক সপ্তাহ পরেই খোয়ালেন সিংহাসন। ইংল্যান্ড-ভারত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলেননি ভারতীয় পেসার। ১৫টি রেটিং পয়েন্ট খোয়ানো বুমরাকে সরিয়ে এক নম্বর জায়গাটা পুনরুদ্ধার করেছেন ২০২১ সালের ২৬ মার্চের পর কোনো ওয়ানডে না খেলা ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ড পেসারেরও পয়েন্ট কমেছে ৮ টি। আজ প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বোল্টের পয়েন্ট ৭০৪, বুমরার ৭০৩।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে গত সপ্তাহের মতোই ছয়ে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। তবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের আর্কাইভ দেখাচ্ছে গত বুধবার আইসিসি আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্কিং প্রকাশের পর হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে শেষে তিনে উঠেছিলেন বাংলাদেশের অফ স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ শেষ ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে শীর্ষ ১০০–তে ফিরেছেন বাংলাদেশের তাইজুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ না খেলা সাকিব আল হাসান বোলিংয়ে দুই ধাপ পিছিয়ে নেমেছেন ১৩ নম্বরে। মোস্তাফিজুর রহমান এক ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে। দুই ধাপ পিছিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ (৪০ তম)। তবে শেষ ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া তাইজুল ইসলাম ফিরেছেন শীর্ষ ১০০-তে। ৮১ নম্বরে উঠে এসেছেনে এই বাঁহাতি স্পিনার।

ব্যাটিংয়ে শেষ দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনিই এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান। সিরিজ না খেলা মুশফিক তিন ধাপ পিছিয়ে নেমেছেন ১৯-এ। লিটন দাস এগিয়েছেন দুই ধাপ, উঠেছেন ৩০ নম্বরে। তিন ধাপ পিছিয়েছেন সাকিব (২৯), ১৫ ধাপ পিছিয়ে ১১৩ নম্বরে নেমে গেছেন আফিফ হোসেন।

ব্যাটিংয়ে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন

কাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন উঠে এসেছেন ক্যারিয়ারসেরা তৃতীয়স্থানে। তিন ধাপ এগিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান। দুই পাকিস্তানি বাবর আজম ও ইমাম-উল-হক আছেন ডুসেনের ওপরে। ভারতের বিরাট কোহলি তিন থেকে চারে নেমে গেছেন।