চট্টগ্রাম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট

জাকিরের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, টসে জিতলে তিনিও একই সিদ্ধান্ত নিতেন।

বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানের। চোট পেয়ে আগেই ছিটকে যাওয়া তামিম ইকবালের জায়গায় খেলছেন তিনি। টেস্টে বাংলাদেশের ১০১তম ক্রিকেটার হলেন জাকির। সর্বশেষ অভিষেক হয়েছিল মোহাম্মদ নাঈমের।

জাকিরের অভিষেকের দিনে টেস্টে ফিরেছেন ইয়াসির আলী। দক্ষিণ আফ্রিকা সফরে খেলার পর বাংলাদেশের সর্বশেষ সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিঠের চোটের কারণে খেলতে পারেননি। তাঁর জায়গায় খেলানো হয়েছিল এনামুল হককে।

দলে জায়গা হয়নি মুমিনুল হকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন। বেশ কিছু দিন ধরেই ফর্মের বাইরে থাকা সাবেক অধিনায়ক তাই নিজের প্রিয় মাঠ দিয়ে ফিরতে পারছেন না। প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি ওপেনার মাহমুদুল হাসানেরও।

জাকিরকে টেস্টের ক্যাপ পরিয়ে দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান

দুই দলই চট্টগ্রামে নামছে তিন স্পিনার নিয়ে। বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব ছাড়াও খেলছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভারত দলে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন দুই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।

তিন স্পিনারের মতো দুই দলই নামছে দুই পেসার নিয়ে। ইবাদত হোসেন ও খালেদ আহমেদের বিপরীতে ভারত দলে আছেন উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ। বাংলাদেশের তাসকিন আহমেদকে এ টেস্ট খেলানোর ঝুঁকি নেওয়া হবে না, গতকালই জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

টসের সময় ভারতের অধিনায়ক লোকেশ রাহুল

গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে বছরের শুরুতে নিউজিল্যান্ডকে হারালেও এরপর থেকে এ সংস্করণে বাংলাদেশ বিবর্ণই। এ টেস্টের আগে আরও সাতটিতে খেলে প্রাপ্তি মাত্র একটি ড্র।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ভারত একাদশ

লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।