সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাছ থেকে উপহার পাবেন নারী ক্রিকেটাররা
সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাছ থেকে উপহার পাবেন নারী ক্রিকেটাররা

নারী এশিয়া কাপ

মেয়েদের পার্স উপহার দেবে সিলেট ক্রিকেট

নারী এশিয়া কাপে অংশ নেওয়া সব দলের জন্য থাকছে বিশেষ উপহার। উপহারের তালিকায় থাকছে পার্স, মানিব্যাগ, চাবির রিং ইত্যাদি। সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থা এ উদ্যোগ নিয়েছে।

উপহারের তালিকা থেকে বাদ যাচ্ছে না কেউই। ৭ দলের নারী ক্রিকেটার-কোচ হতে শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল ও ডেলিগেটদেরও উপহার দেওয়া হবে।

সিলেটে অনুষ্ঠিত হচ্ছে নারী এশিয়া কাপ

নারী ক্রিকেটারদের দেওয়া হবে পার্স। এসিসি ডেলিগেটদের একটি করে কলম, মানিব্যাগ ও চাবির রিং দেওয়া হবে। আর এসিসি, বিসিবি ও আইসিসির অফিসিয়ালদের দেওয়া হবে একটি করে ল্যাপটপ ব্যাগ সঙ্গে কলম, মানিব্যাগ ও চাবির রিং।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী এশিয়া কাপের মিডিয়া ম্যানেজার মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী। তিনি জানান, ‘ইতিমধ্যে আমরা ঢাকায় একটি প্রতিষ্ঠানকে অর্ডার দিয়ে দিয়েছি। সেখান থেকে কয়েক দিনের মধ্যে এগুলো পেয়ে যাব। সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এসব উপহার দেওয়া হবে। উপহারের মধ্যে সিলেট ক্রিকেট সংস্থার নাম যাবে।’

সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও বিসিবি নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী দলগুলোকে উপহার তুলে দেবেন।