বগুড়ায় বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। আজ বেলা সাড়ে ১১টায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ১৯ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনের ছবি নিয়ে এ ছবির গল্প। ছবি তুলেছেন সোয়েল রানা...