বরিশালের অনুশীলনে শাহিন শাহ আফ্রিদি
বরিশালের অনুশীলনে শাহিন শাহ আফ্রিদি

তামিমের ডাকেই বিপিএলে আফ্রিদি, শ্বশুরের মুখোমুখি হবেন না বলে খুশি

দুজন ‘আফ্রিদি’ আছেন এবারের বিপিএলে। একজন ‘শহীদ’, অন্যজন ‘শাহিন’। দুজনেই পাকিস্তান ও বিশ্ব ক্রিকেটের বড় তারকা। সম্পর্কে তাঁরা আবার শ্বশুর-জামাতা। তবে এখন মাঠে খেলেন শুধু একজনই জামাতা শাহিন আফ্রিদি। শহীদ আফ্রিদির ভূমিকা বদলেছে। ইদানীং তিনি কোচ ও পরামর্শক হিসেবেই বেশি কাজ করছেন।

তো দুই বিখ্যাত আফ্রিদিকেই দেখা যাবে এবারের বিপিএলে। শাহিন খেলবেন ফরচুন বরিশালের হয়ে, অন্যদিকে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত তাঁর শ্বশুর শহীদ আফ্রিদি। শ্বশুর অবশ্য এর আগে বিপিএলের ছয় আসরে খেলেছেন একাধিক দলের হয়ে।

এবারও শহীদ আফ্রিদির ভূমিকাটা খেলোয়াড়ের হলেই এবার বিপিএলে তাঁর মুখোমুখি হয়ে যেতেন জামাতা শাহিন। সেটা হয়নি বলে বেশ খুশি ২৪ বছর বয়সী পাকিস্তানি পেসার।
বিপিএল খেলতে গতকাল রাতেই ঢাকায় এসেছেন শাহিন। তারপর আজই নেমে পড়েছেন তাঁর দল বরিশালের সতীর্থদের সঙ্গে অনুশীলনে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে সেই অনুশীলন শেষে শাহিন সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই এসেছে তাঁর বিখ্যাত শ্বশুরের প্রসঙ্গ।

অনুশীলনে তামিমের সঙ্গে আড্ডায় শাহিন

প্রতিপক্ষ দলে নিজের পরিবারের একজনকে পেয়ে শাহিনও খুশি, ‘খুব ভালো ব্যাপার এটি (শাহিদ আফ্রিদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা)। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলবেন না। তাই মাঠে আমাদের মুখোমুখি হতে হবে না (হাসি)। তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’ তারপর এটাও জানিয়েছেন, ‘দুই দিন আগেও আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি।’

বিপিএলে শাহিন শাহ আফ্রিদি খেলবেন এবারই প্রথম। সেটাও বর্তমান চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশালের হয়ে। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে তাঁর আসার পেছনেও সবচেয়ে বড় ভূমিকা তামিমেরই। শাহিন নিজেই বললেন, ‘আমার জন্য (বিপিএলে আসার পেছনে সবচেয়ে বড় কারণ) তো তামিম ইকবালের ফোন কল।। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত।’

বরিশালের অনুশীলনে মাহমুদউল্লাহ, তামিম ও শাহিন আফ্রিদি

ভবিষ্যতে পাকিস্তান দলের হয়ে বাংলাদেশ সফরে এলে এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন শাহিন, ‘আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক কিছু শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলব। দেখা যাক, ক্রিকেট কেমন হয়। এরপর আমি তুলনা করতে পারব।’

এক অর্থে এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকাও তিনি। তবে আফ্রিদি সেটা মানতে চাইলেন না, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।’