ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে মিচেল মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া
ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে মিচেল মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাক্সওয়েলের পর নেই মার্শও

গলফ খেলতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের মাথায় আঘাত পাওয়ার খবরটা নতুন নয়। ইংল্যান্ডের বিপক্ষে আগামী শনিবারের ম্যাচটা খেলা হচ্ছে না তাঁর। আজকের খবর, পারিবারিক কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন দলটির আরেক অলরাউন্ডার মিচেল মার্শ। মার্শ কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেটাও নিশ্চিত নয়।

তবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরের ম্যাচে মার্শ যে খেলবেন না, এটা নিশ্চিত। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে দেশে ফিরে গেছেন। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেটা এখনো নিশ্চিত করা হয়নি।’

দুই বিস্ফোরক ব্যাটসম্যান না থাকায় অস্ট্রেলিয়ার ব্যাটিং ভারসাম্য বদলে যাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বশেষ ম্যাচে মার্শ খেলেছিলেন তিন নম্বরে। এর আগের ম্যাচগুলোতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে উদ্বোধন করতে নেমেছিলেন। তখন তিনে খেলেছেন স্টিভেন স্মিথ। সর্বশেষ ম্যাচে ট্রাভিস হেড দলে ফেরায় মার্শ নেমে আসেন তিনে, স্মিথ খেলেন চারে।

মার্শের জায়গায় অস্ট্রেলিয়ার একাদশে ঢুকতে পারেন স্টয়নিস

পরের ম্যাচে মার্শ না থাকায় প্রিয় তিন নম্বর পজিশন ফিরে পাচ্ছেন স্মিথ। জায়গা ধরে রাখছেন মারনেস লাবুশেনও। অস্ট্রেলিয়ার ভাগ্য ভালো, পায়ের পেশির চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অস্ট্রেলিয়ার সর্বশেষ দুটি ম্যাচে (নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড) তিনি খেলেননি।

ক্রিকইনফো বলছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মার্শের বদলে একাদশে স্টয়নিসকে দেখা যেতে পারে। ম্যাক্সওয়েল না থাকায় একাদশে জায়গা হতে পারে ক্যামেরন গ্রিনের। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন এই তরুণ অলরাউন্ডার। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের পর ডাচদের বিপক্ষে ম্যাচটায় একাদশে ছিলেন তিনি।

তবে দারুণ ফর্মে থাকা মার্শ-ম্যাক্সওয়েলের শূন্যতা ভোগাতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নদের। মার্শ এখন পর্যন্ত ৬ ম্যাচে ৬ ইনিংসে ব্যাটিং করে ৩৭.৫০ গড়ে ১টি শতক ও ১টি অর্ধশতকে রান করেছেন ২২৫, স্ট্রাইক রেট ৯১.৪৬। সমান ম্যাচ খেলে ম্যাক্সওয়েল ১৯৬ রান করেছেন ৩৯.২০ গড়ে।

মার্শ–ম্যাক্সওয়েলের শূন্যতা অস্ট্রেলিয়াকে ভোগাতে পারে

তবে ম্যাক্সওয়েল যেখানে ব্যাটিং করেন, সেখানে গড়ের চেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইক রেট। তাঁর পজিশনে বিশ্বকাপে অন্তত ৫টি ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে ম্যাক্সওয়েল দ্বিতীয় (১৪৮.৪৮), প্রথম হাইনরিখ ক্লাসেন (১৫১.৪৪)। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাক্সওয়েলের ৪৪ বলে ১০৬ রানের ইনিংসটি উল্লেখযোগ্য। ডাচদের বিপক্ষে সেই ইনিংসে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের (৪০ বলে) রেকর্ডও গড়েছেন ম্যাক্সওয়েল।