সাকিব ও মোস্তাফিজের কেউই নেই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে
সাকিব ও মোস্তাফিজের কেউই নেই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে

জিম্বাবুয়ে সিরিজ

প্রথম ম্যাচে নেই মোস্তাফিজ, সাকিব থাকতে পারেন শেষ দিকে

জিম্বাবুয়ে সিরিজে প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান খেলবেন না। সাকিব আল হাসান থাকতে পারেন শেষের দিকের ম্যাচগুলোতে। আজ এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণার পর এমনটি জানান গাজী আশরাফ।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে ১ মে পর্যন্ত ছুটিতে থাকবেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু ৩ মে। তবে প্রথম ম্যাচে তাঁর না থাকার সম্ভাবনা বেশি জানিয়ে গাজী আশরাফ আজ সাংবাদিকদের বলেছেন, ‘তিনি আসবেন, ওনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর তাঁর সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার ধারণা, প্রথম ম্যাচে হয়তো পাওয়া যাবে না।’

মোস্তাফিজের মতো প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিবও। বিশ্বকাপ থেকে আঙুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ছুটিতে থাকায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি-টোয়েন্টিতে খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচে।

জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন

গাজী আশরাফ জানিয়েছেন, এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব দেশে ফিরবেন এ মাসের শেষ দিকে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে ‘দু-একটি’ ম্যাচ খেলে জাতীয় দলের অধীনে আসবেন বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক, ‘এরপর অবশ্যই আমরা চাইব, যেহেতু ৫টি টি-টোয়েন্টি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। শুরুর দিকে তাঁকে পাওয়া যাচ্ছে না।’

প্রস্তুতি ক্যাম্পে ১৭ জনের সঙ্গে সাকিব-মোস্তাফিজকে যুক্ত করে দলটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলের জন্য প্রাধান্য দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। তাঁর ভাষায়, ‘যদি কোনো দুর্ভাগ্যজনক উদাহরণ আসে, যেমন কোনো অফ স্পিনার চোটে পড়ে, তাহলে মেহেদী হাসান মিরাজ আছেন। তাঁর যথেষ্ট টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে, কোচের দিকনির্দেশনা সম্পর্কেও তিনি জানেন। সে রকম দু-একজন হয়তো বাইরে থাকবেন (আপাতত), যাঁদের ঠিক প্রয়োজন নেই। (বিশ্বকাপের মূল দলের জন্য) মূলত এই দলটা প্রাধান্য পাবে বলতে পারেন।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডর সঙ্গে ধাক্কা খেয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার

মিরাজকে রাখা না হলেও নির্বাচকদের নজরে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের অক্টোবরে। তাঁকে নিয়ে গাজী আশরাফ বলেছেন, ‘দিন শেষে পারফরম্যান্স একটা বড় বিষয়। সাইফউদ্দিন হয়তো তাঁর ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে আছেন। আবার বোলিংয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী আছে। তাই জিম্বাবুয়ে সিরিজটি তাঁর স্বরূপে ফেরার জন্য বড় একটি সুযোগ। তাঁকে নিয়ে আমাদের অনেক আগ্রহ আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে চোট পাওয়া সৌম্য সরকার এখনো সেরে না উঠলেও এই দলে আছেন। তাঁকে নেওয়ার কারণ হিসেবে গাজী আশরাফের ব্যাখ্যা, ‘তিনি চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন। সেখানেও তাঁর একটা নিবিড় পর্যবেক্ষণ হবে। ট্রেনার, ফিজিওরা তাঁকে দেখবেন। তবে কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে, সেগুলোতে যেন অংশ নিতে পারেন, তাই তিনি দলের সঙ্গে থাকবেন।’

২৮ মে এই প্রস্তুতি ক্যাম্প শেষ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল ঘোষণা হবে বলেও জানিয়েছেন গাজী আশরাফ।