ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী

সেমিফাইনালে খেলবে কারা

টেন্ডুলকারের সঙ্গে যেখানে দ্বিমত সৌরভের

শচীন টেন্ডুলকারের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। সৌরভ গাঙ্গুলীও কি তেমনটাই মনে করেন?

না। সাবেক সতীর্থের সঙ্গে পুরোপুরি একমত নন সৌরভ। ভারতের সাবেক অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মনে করছেন এমন চারটি দলকে, যারা বোলিং সামর্থ্যে এগিয়ে।

সেই চারটি দল কারা?

স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন প্রায় সবাই। সৌরভও রাখছেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউড আর অ্যাডাম জাম্পাদের সমন্বয়ে গড়া অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। অ্যারন ফিঞ্চের দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও। গত বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যদি অপেক্ষাকৃত বিরুদ্ধ কন্ডিশনে শিরোপা জয় করা যায়, ঘরের মাঠে চেনা কন্ডিশনে কেন নয়?

অস্ট্রেলিয়ার পেস আক্রমণের প্রধান অস্ত্র মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়া অবশ্য এবার প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮৯ রানের বড় ব্যবধানে। তবে দলটি অস্ট্রেলিয়া বলেই এখনই শেষ কথা বলার সুযোগ নেই। ছয় দলের গ্রুপে প্রতি দলের ম্যাচ পাঁচটি করে। ঘুরে দাঁড়িয়ে ফিঞ্চের দল ঠিকই সেরা চারে জায়গা করে নেবে মনে করেন সৌরভ।

অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে ১১১ রানে অলআউট করেছে যারা, সেই নিউজিল্যান্ডকে অবশ্য সেরা চারে দেখছেন না সৌরভ। তাঁর চোখে অস্ট্রেলিয়ার গ্রুপের অপর সেমিফাইনালিস্ট ইংল্যান্ড। মার্ক উড, ক্রিস ওকস, স্যাম কারেন, আদিল রশিদদের নিয়ে ইংল্যান্ডের বোলিং আক্রমণ।

জস বাটলারের নেতৃত্বাধীন দলটিতে আছে অ্যালেক্স হেলস, ডেভিড ম্যালান, বেন স্টোকসের মতো ব্যাটসম্যানরা। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াকে টানা দুই টি-টোয়েন্টিতেও হারিয়েছে ইংল্যান্ড।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেট নেন স্যাম কারেন

সুপার টুয়েলভের ‘গ্রুপ ২’ থেকে ভারতকে সেমিফাইনালে দেখছেন সৌরভ। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুলদের নিয়ে দারুণ ব্যাটিং লাইন আপ ভারতের। তবে বোলিংয়ে নেই প্রধান অস্ত্র যশপ্রীত বুমরা।

চোটে ছিটকে যাওয়া এই পেসারের বদলে দলে ঢুকেছেন মোহাম্মদ শামি। ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকে অবশ্য অর্শদীপ সিংকে নিয়ে বেশ আশাবাদী। রবীন্দ্র জাদেজাবিহীন একাদশে স্পিন আক্রমণে নেতৃত্ব দেওয়ার কথা অক্ষর প্যাটেলের।

সব মিলিয়ে ভারতের সেমি খেলার সম্ভাবনা ভালোই দেখছেন সৌরভ। এমনকি টুর্নামেন্টের ফেবারিটও মনে করছেন, ‘অতীতে কী ঘটেছে সেই আলোচনার এখন মানে নেই। ভারত এবার শিরোপা জেতার মতোই ফেবারিট। কারণ বিশ্বকাপের লড়াইটা অন্য সবকিছুর চেয়ে ভিন্ন।’

অনুশীলনের টিম মিটিংয়ে ভারত ক্রিকেট দল

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—এই তিন দলকে নিজের সেমির তালিকায় রেখেছেন টেন্ডুলকারও। সৌরভের দ্বিমতটা চতুর্থ দল নিয়ে। টেন্ডুলকারের মতে ‘গ্রুপ ২’ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট হবে পাকিস্তান। শাহিন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ নাসিমদের নিয়ে বেশ সমীহ জাগানিয়া বোলিং আক্রমণ এবার বাবর আজমদের।

তবে পাকিস্তান নয়, সৌরভ সেমিতে দেখছেন দক্ষিণ আফ্রিকাকে।
টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটি ব্যাটিংয়ে খুব একটা স্বস্তির জায়গায় নেই। কিন্তু বোলিংয়ে আছেন কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডি ও কেশব মহারাজরা।

কাগিসো রাবাদা

এখানেই প্রোটিয়ারা এগিয়ে বলে মনে করছেন বিসিসিআই’র সদ্য সাবেক সভাপতি, ‘সেমিফাইনালিস্ট হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকাকে বেছে নেব আমি। দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ খুবই ভালো, যেটা অস্ট্রেলিয়ার মাটিতে বড় প্রভাবক হয়ে উঠবে।’