আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষ হতে না হতে তাদের বিপক্ষেই আরও একটি সিরিজ সামনে। ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের দিকেই এখন দৃষ্টি সবার। সিরিজের তিনটি ওয়ানডেই আইসিসি সুপার লিগের অংশ।
মিনহাজুল আবেদীনের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এরই মধ্যে সিরিজের দলও ঠিক করে ফেলেছে। সব ঠিক থাকলে আজ–কালের মধ্যেই ঘোষণা হবে আয়ারল্যান্ড সফরের দল।
আজ মিনহাজুল আবেদীন জানিয়েছেন, কন্ডিশনকে গুরুত্ব দিয়েই দলটা সাজিয়েছেন তাঁরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওখানকার কন্ডিশন কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সেটা চিন্তা করে ও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করে কন্ডিশন অনুযায়ীই দল গঠন করা হয়েছে। আমরা দল প্রস্তুত করে এরই মধ্যে বোর্ডে জমাও দিয়েছি।’
বাংলাদেশ দলের ক্রিকেটাররা দ্রুত ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে, এমন আশা মিনহাজুলের, ‘এখন আমাদের দল আগের থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমাদের এখন যথেষ্ট সামর্থ্য আছে দ্রুত মানিয়ে নেওয়ার। যতই চ্যালেঞ্জ হোক, আশা করি ওরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’
ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের আগে বাংলাদেশ দল দুটি সিরিজ পাচ্ছে। ৯ থেকে ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এই দুই সিরিজের পারফরম্যান্স দেখে এশিয়া কাপের জন্য দল সাজাতে চান নির্বাচকেরা।
আর বিসিবি সভাপতি নাজমুল হাসান তো আগেই আভাস দিয়েছেন—এশিয়া কাপের দলই হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল। মিনহাজুলরাও শুরু করে দিয়েছেন সেই প্রক্রিয়া, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। আশা করি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’
বাংলাদেশ দলের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা এ মাসের শেষ সপ্তাহে।