শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে থেকেই কিছুটা অস্বস্তি বোধ করছিলেন ভারত ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়। হঠাৎ নাকি রক্তচাপ বেড়ে গিয়েছিল ভারতীয় কোচের।
তখন তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। ম্যাচেও আগাগোড়া তাঁকে ডাগআউটে বসে থাকতে দেখা যায়। কিন্তু পুরোপুরি ঠিক হননি। এ কারণে আজ দলের সঙ্গে যাননি তৃতীয় ম্যাচের ভেন্যু তিরুঅনন্তপুরমে।
দলের সঙ্গে না গিয়ে দ্রাবিড় উড়ে গিয়েছেন বেঙ্গালুরুতে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার বিমানে বেঙ্গালুরুতে গেছেন দ্রাবিড়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেখানে নিজের বাড়িতে বিশ্রাম নেবেন রোহিত শর্মাদের কোচ। আগের চেয়ে কিছুটা সুস্থও বোধ করছেন তিনি।
পুরোপুরি সুস্থ হলেই দ্রাবিড় দলের সঙ্গে যোগ দেবেন। রোববার ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা আছে তাঁর। তবে কোনো কারণে তা না হলে ১৮ জানুয়ারি শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন। দুদিন আগেই ৫০ বছরে পা রেখেছেন দ্রাবিড়।
এ মুহূর্তে সম্ভবত দ্রাবিড়কে মাঠের খেলা নিয়ে মাথা না ঘামালেও চলছে। কারণ, ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।
এর আগে জিতেছে টি-টোয়েন্টি সিরিজও। তবে সব দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বিশ্বকাপের মতো আসরে সফল হতে পারছে না ভারত। দ্রাবিড় দায়িত্ব নিয়েও এ ধারার পরিবর্তন আনতে পারেননি।
ঘরের মাঠে এ বছরই ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে আর সুযোগ নষ্ট করতে চায় না ভারত। দ্রাবিড়ও আছেন সেই বিশ্বকাপের অপেক্ষায়। বিশ্বকাপের আগে এই সিরিজগুলো ভারত দেখছে নিজেদের প্রস্তুত করার মঞ্চ হিসেবে। তাই সিরিজ জয় নিশ্চিত হলেও প্রতিটা ম্যাচই দ্রাবিড়ের জন্য দলের খেলোয়াড়দের পরখ করে নেওয়ার উপলক্ষ।