ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে ৮৪ রানে অপরাজিত থাকেন জয়সোয়াল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে ৮৪ রানে অপরাজিত থাকেন জয়সোয়াল

জয়সোয়াল-গিলের ব্যাটে সিরিজে সমতায় ভারত

ওয়েস্ট ইন্ডিজের পুঁজি খুব একটা কম ছিল না। ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১৭৮ রান তুলেছিল ক্যারিবীয়রা। কিন্তু আইপিএলে তারকা হয়ে ওঠা যশস্বী জয়সোয়াল আর শুবমান গিলরা এই রানকে বানিয়ে তুললেন মামুলি। দুজনে উদ্বোধনী জুটিতেই তুলে ফেললেন ১৬৫ রান।

দুই তরুণের ব্যাটে চড়ে সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২–২ সমতাও এনেছে হার্দিক পান্ডিয়ার দল।

যুক্তরাষ্ট্রের লডারহিলে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। ৭ ওভারে ৫৭ রান তুলতেই যায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে শিমরন হেটমায়ারকে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শাই হোপ। ২৯ বলে ৪৫ রান করে হোপ আউট হয়ে যাওয়ার পর ক্যারিবীয় ইনিংসকে বাকিটা এগিয়ে নেন হেটমায়ার। শেষ ওভারে আউটের আগে ৩৯ বলে ৬১ রানের ইনিংস খেলে যান এই বাঁহাতি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়। হেটমায়ারসহ ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট তুলে নেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং।

জয়সোয়াল আর গিলের উদ্বোধনী জুটিতেই ওঠে ১৬৫ রান।

রান তাড়ায় ওবেয় ম্যাকয়ের প্রথম বলকেই বাউন্ডারিতে পাঠান জয়সোয়াল। ওই ওভারেই ওঠে ১০ রান। অপর প্রান্তে গিল শুরুতে কিছুটা নীরব ছিলেন। তবু প্রথম ছয় ওভারেই ভারতের স্কোরবোর্ডে ৬৬ রান উঠে যায়। যার মধ্যে ৭ চার আর ৩টি ছয়ই মারেন জয়সোয়াল। এরপর গিলও হাত খোলা শুরু করলে জয়ের পথে ভালোমতোই এগিয়ে যায় ভারত। ইনিংসের ১১তম ওভারে ব্যক্তিগত ফিফটির মাইলফলকে পৌঁছান দুজনই। গিল ৩০ বলে, জয়সোয়াল ৩৩ বলে।

দুজনের জুটি ভাঙে রোমারিও শেফার্ডের বলে গিল মিডউইকেটে হোপকে ক্যাচ দিলে। তার আগে দুজনে তুলে যান ১৬৫ রান। টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি উদ্বোধনী জুটির সর্বোচ্চ। এত দিন সর্বোচ্চ ২০২১ সালে করাচিতে পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১৫৮।

৭৭ রানের ইনিংস খেলেন শুবমান গিল

গিল ৪৭ বলে ৭৭ রান করে ফিরে যাওয়ার পর তিলক ভার্মাকে বাকি পথটুকু পাড়ি দেন জয়সোয়াল। বাঁহাতি এ ওপেনার অপরাজিত থাকেন ৫১ বলে ৮৪ রান করে। ম্যাচসেরার স্বীকৃতি পাওয়া ইনিংসটিতে ছিল ১১টি চার ও ৩টি ছয়।

সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টি আগামীকাল।

১৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৮/৮ (হেটমায়ার ৬১, হোপ ৪৫, কিং ১৮; আর্শদীপ ৩/৩৮, কুলদীপ ২/২৬)
ভারত: ১৭ ওভারে ১৭৯/১ (জয়সোয়াল ৮৪*, গিল ৭৭; শেফার্ড ১/৩৫)।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: যশস্বী জয়সোয়াল।