বিশ্বকাপে এই প্রথম শূন্য রানে ফিরলেন কোহলি
বিশ্বকাপে এই প্রথম শূন্য রানে ফিরলেন কোহলি

বিশ্বকাপে প্রথম ‘ডাক’ কোহলির

লক্ষ্ণৌ আজ অধীর ছিল বিরাট কোহলির ৪৯তম ওয়ানডে শতকের জন্য। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে দর্শকদের হতাশই করেছেন কোহলি। ডেভিড উইলির বলে ক্যাচ দিয়ে ফিরেছেন শূন্য রানে। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ৫৬ ইনিংসে এটি কোহলির প্রথম ‘ডাক’।

বিশ্বকাপে অপরাজিত থাকা ভারতের আজকের শুরুটা একেবারেই ভালো হয়নি। ৯ রানে ক্রিস ওকসের বলে ফিরে যান ওপেনার শুবমান গিল। এরপর উইকেটে গিয়ে কোহলি যে কিছুটা চাপে ছিলেন সেটা বোঝা গেছে তাঁর শট নির্বাচনেই।

বিরাট কোহলির ৫০তম ওয়ানডে শতকের অপেক্ষায় সবাই

এক-দুই-তিন করে টানা ৮ বল খেলেও রান নিতে পারেননি। এতগুলো ডট বলের পর প্রথম রানটার জন্য কিছুটা মরিয়াই ছিলেন ভারতের সাবেক অধিনায়ক। সেই চাপ থেকে নিজেকে বের করতে গিয়েই উইলির বলে মিড অফে বেন স্টোকসের হাতে ক্যাচ তুলে দেন কোহলি। তিন অঙ্কের ইনিংস দেখার অপেক্ষায় থাকা লক্ষ্ণৌর দর্শকদের জন্য এ ছিল উত্তেজনায় জল ঢেলে দেওয়ার মতো।

বিশ্বকাপে হাজার রান কোনো প্রকার ‘শূন্য’ ছাড়াই করেছেন কোহলি

মজার ব্যাপার হচ্ছে কোহলি যাঁর বলে আউট হয়েছেন, সেই ডেভিড উইলি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে তাঁর সতীর্থ। কোহলিকে ফেরানোর পর উইলি ও ইংলিশ দলের উদ্‌যাপনই বলে দিচ্ছিল কোহলি উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য।

কোহলি এখনো পর্যন্ত বিশ্বকাপে এক হাজারের বেশি রান করেছেন (দুই সংস্করণ মিলিয়েই)। ক্রিকেট ইতিহাসে শুধু চারজন ব্যাটসম্যানই আছেন, যাঁরা একবারও শূন্য রানে আউট না হয়ে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। কোহলি এঁদের একজন। বাকি তিনজন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস।

চারজনের মধ্যে কোহলি, ওয়ার্নারই শুধু এখনো খেলে চলেছেন।