বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের দ্বন্দ্বের কথা কারও অজানা নয়। আইপিএলে একাধিকবার বিরোধে জড়াতে দেখা গেছে দুজনকে। এমনকি ঝামেলায় জড়িয়ে দুজনকে শতভাগ ম্যাচ ফি জরিমানাও দিতে হয়েছিল। তবে গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে ভিন্ন এক চিত্রই দেখা গেল। ঘটনাটি ঘটেছে ম্যাচের ‘টাইম আউট’–এর সময়।
সে সময় ব্যাট হাতে বেঙ্গালুরুকে টেনে নিচ্ছিলেন কোহলি। তাঁর সঙ্গে ছিলেন রজত পাতিদার। বিরতিতে সুযোগ পেয়ে মাঠে নেমে আসেন কলকাতার ‘মেন্টর’ গম্ভীর। সাবেক ভারতীয় ওপেনারকে এগিয়ে আসতে দেখে কোহলিও হাত বাড়িয়ে সামনে এগিয়ে যান। এরপর দুজন হাত মিলিয়ে একে অপরকে আলিঙ্গন করেন। এ সময় দুজনকে কিছু সময় হাসিমুখে কথা বলতেও দেখা যায়।
বারবার দ্বন্দ্বে জড়ানো কোহলি-গম্ভীরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আইপিএল অ্যাকাউন্ট থেকেই দুজনের এই ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে একটা হাসির ইমোজি দিয়ে লেখা হয়েছে, ‘যে বিষয়টি আমরা দেখতে ভালোবাসি।’
কোহলি-গম্ভীরের আন্তরিকতা দেখে বিষয়টি নিয়ে মজা করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারও। ধারাভাষ্যকক্ষে শুরুটা অবশ্য করেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তিনি মজা করে গম্ভীর ও কোহলিকে ‘ফেয়ার-প্লে’ পুরস্কার দেওয়ার কথা বলেন। এ কথা শুনে গাভাস্কার বলেন, ‘শুধু ফেয়ারপ্লে পুরস্কার না, দুজনকে অস্কার দেওয়া উচিত।’
আইপিএলের নিজস্ব ফেসবুক পেজে আজ সকাল ৯টা পর্যন্ত এই ভিডিও দেখা হয়েছে প্রায় ১৭ লাখ বারের বেশি। এক হাজারের বেশি মন্তব্যও এসেছে। মন্তব্যের ঘরে অসংখ্য নেটিজেন এটি ‘সেরা মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ আবারও এমন দৃশ্যের অবতারণা দেখতে চাওয়ার কথাও জানান।
কোহলি-গম্ভীরের এমন শান্তির বার্তা ছড়ানো ম্যাচে অবশ্য শেষ হাসিটা গম্ভীরই হেসেছেন। কোহলির ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংসকে ম্লান করে ১৯ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে কলকাতা।