প্রথমবারের মতো আইসিসি প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশের এক জন নারী ম্যাচ রেফারি ও চারজন নারী আম্পায়ার। গতকাল রাতে বিসিবিকে এ ব্যাপারে নিশ্চিত করেছে আইসিসি।
চার আম্পায়ার সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমা যুক্ত হয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে। ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী সুযোগ পেয়েছেন আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে।
তাঁদের অন্তর্ভুক্তিকে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান দেখছেন বড় অর্জন হিসেবে, ‘দুই বছর আগে তাদের আনার পর ভালো করেছে বলেই আইসিসির নজরে এসেছে। এটা অন্যতম বড় একটা অর্জন। আগে মেয়েরা ক্রিকেট খেলত, এখন এটাকেও ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। আমাদের পুরো সমর্থন আছে—ছেলে ও মেয়েদের, যেন এটিকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে।’
এ বছর দেশের মাটিতে বিশ্বকাপে তাঁদের সুযোগ করে দেওয়ার রাস্তাও আরেকটু সহজ হলো বলে মনে করেন ইফতেখার। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে রিজার্ভ আম্পায়ার হিসেবে তাঁদের দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ডেভেলপমেন্ট প্যানেলে সুযোগ পাওয়া সাথিরা বলছেন, এ স্বীকৃতির ফলে তাঁদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে, ‘এরপরে টুর্নামেন্ট যেটিই করতে যাব, সেখানে গ্রহণযোগ্যতা বাড়বে। সম্মান বাড়বে। যখন শুরু করেছি, তখন ভাবতাম, এতগুলো ছেলেদের মধ্যে শুধু একজন মেয়ে, তা-ও আবার আম্পায়ারিংয়ে। আমরাও হয়তো একটু লজ্জা পেতাম। তবে আমরা জায়গাটা তৈরি করে নিয়েছি। বিসিবিও আমাদের সেই সহায়তাটুকু করেছে।’
আরেক আম্পায়ার চম্পা বলেন, ‘আমি অনেক গর্বিত। কঠোর পরিশ্রম করেছি। সবাইকে ধন্যবাদ। এমনিতে সরকারি চাকরি করি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন। সেখানেও সহায়তা পেয়েছি। বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যাচ করা। আমাদের জন্য দোয়া করবেন।’ আর রোকেয়া বলছেন, তাঁদের স্বীকৃতিতে সামনে আরও নারী আম্পায়াররা উৎসাহিত হবেন, ‘যারা শুরু করেছিলাম, সবাই ডেভেলপমেন্ট প্যানেলে চলে এসেছি। মেয়েরা যারা খেলা ছেড়েছে, সবাইকেই বলি আমরা আম্পায়ারিংয়ে আসতে। আমরা দুই বছরের মাথায় ফল পেয়েছি। এমন খবরের পর আরও অনেকেই আসবে।’
পুরুষদের মধ্যে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে আছেন বাংলাদেশের চার জন্য আম্পায়ার—শরফুদ্দৌলা, মাসুদুর রহমান, গাজী সোহেল ও তানভীর আহমেদ। তাঁদের মধ্যে শরফুদ্দৌলা বিশ্বকাপে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন, অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচও পরিচালনা করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশ থেকে আছেন আখতার আহমেদ ও নিয়ামুর রশিদ।