সেঞ্চুরির পর সতীর্থ ডু প্লেসির কাছ থেকে অভিনন্দন পেলেন
সেঞ্চুরির পর সতীর্থ ডু প্লেসির কাছ থেকে অভিনন্দন পেলেন

কোহলির সেঞ্চুরি আর ডু প্লেসির ফিফটিতে উড়ে গেল হায়দরাবাদ

প্লে-অফে জায়গা করে নিতে দুটি ম্যাচই জিততে হবে-প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সামনে হিসাবটা এ রকমই। আজ এর প্রথমটিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় পেয়েছে বেঙ্গালুরু। বিরাট কোহলি আর ফাফ ডু প্লেসির ঝড়ে হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে তারা। ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে জয় পেয়েছে ৮ উইকেটে।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই হায়দরাবাদের বোলারদের ওপর চড়াও হন কোহলি-ডু প্লেসি। পাওয়ার প্লের ৬ ওভারে দুজনে মিলে তোলেন ৬৪ রান। ১০০ রান তোলেন তাঁরা ৬৮ বলে। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। ভারতীয় ব্যাটসম্যান অবশ্য আউট হয়ে ফেরেন সেঞ্চুরি পাওয়ার পরের বলেই। এর আগে ৬৩ বলে ১০০ রানের ইনিংসে মেরেছেন ১২টি চার ও ৪টি ছয়।

আজকের সেঞ্চুরিতে একটি রেকর্ডও গড়েছেন কোহলি। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। আইপিএলে নির্দিষ্ট কোনো একটি দলের হয়ে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইল ও জস বাটলারকে পেছনে ফেলেছেন তিনি। এর আগে গেইল বেঙ্গালুরুর আর বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে করেছেন ৫টি করে সেঞ্চুরি।

বিরাট কোহলির সেঞ্চুরি উদ্‌যাপন

কোহলি ও ডু প্লেসির ওপেনিং জুটিতে ১০৮ বলে আসে ১৭২ রান। সঙ্গী চলে যাওয়ার পর ডু প্লেসিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ৭ চার ও ২ ছয়ে ৩৭ বলে ৭১ রান করে ফিরেছেন কোহলির আউটের দুই বল পরই। এরপর অবশ্য আর কোনো উইকেট পড়তে না দিয়ে ৪ বল হাতে রেখে দলকে জয়েরে বন্দরে পৌঁছে দেন গ্লেন ম্যাক্সওয়েল ও মাইকেল ব্রেসওয়েল।

এর আগে নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ ৫ উইকেটে ১৮৬ রান করতে পারে হেনরিখ ক্লাসেনের ৫১ বলে ১০৪ রানের ইনিংসে ভর করে। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ক্লাসেন এই রান করেছেন ৮টি চার ও ৬টি ছয়ে। ক্লাসেনের পর হায়দরাবাদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হ্যারি ব্রুক (২৭)।

ডু প্লেসির ফিফটি উদ্‌যাপন

হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বেঙ্গালুরু। পঞ্চম স্থানে থাকা মুম্বাইয়ের পয়েন্টও সমান ম্যাচ ১৪। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। রোববার গুজরাটের বিপক্ষে জিততে পারলেই প্লে-অফ নিশ্চিত করবে বেঙ্গালুরু।