বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান

সাকিবকে নিয়ে কথা বলায় বিব্রত ফারুক

অনুষ্ঠানটা ছিল বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী তারুণ্যের উৎসব কার্যক্রম ঘোষণা করার। কিন্তু বিসিবির সহযোগিতায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান শেষে আজ ঘুরেফিরে এল সাকিব আল হাসান প্রসঙ্গও। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে সংবাদমাধ্যম আবারও প্রশ্ন রেখেছে—জাতীয় দলের হয়ে সাকিবের খেলা নিয়ে আসলে বোর্ডের অবস্থানটা কী?

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব। সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারায় তাঁর সে ইচ্ছা পূরণ হয়নি। শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলেননি নিজ থেকেই।

এখন জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডের সিরিজটাও সাকিবকে ছাড়াই খেলবে বাংলাদেশ দল। কারণ বিসিবি মনে করে, সাকিব বর্তমানে খেলার মতো মানসিক অবস্থায় নেই।

কিন্তু তার মানে তো আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ! এর আগে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ওয়ানডে খেলবে বাংলাদেশ। সাকিব যদি এই সিরিজটা না খেলেন, নির্বাচকেরা কী দেখে তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখবেন, সে প্রশ্ন ওঠে। তাহলে কি সাকিবের ওয়ানডে ক্যারিয়ারও শেষ!

বিসিবি সভাপতি ফারুক আহমেদ

ফারুক আহমেদের কাছে আজ এসব নিয়েই জানতে চেয়েছিল সংবাদমাধ্যম। সাকিব প্রসঙ্গে আরও একবার প্রশ্নের মুখে পড়ে নিজের বিব্রতভাব লুকালেন না বিসিবি সভাপতি, ‘সাকিবের ব্যাপারে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে বারবার জিজ্ঞেস করা হলে...আমি ঠিক বিব্রত না, আমি চাই সাকিব খেলুক। কিন্তু যে কারণে ও আসতে পারছে না, এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। তাই আমার জন্য এটার উত্তর দেওয়া খুব কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছে...তাদের ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক মনে করেন, সাকিবের এখনো জাতীয় দলে খেলার সামর্থ্য আছে। চ্যাম্পিয়নস ট্রফিতেও তাঁকে বিবেচনায় রাখছেন বিসিবি প্রধান, ‘(চ্যাম্পিয়নস ট্রফির জন্য) সাকিব তো এখনো আমাদের তালিকায় আছে। আমরা আশা করি, সে যেভাবে চাচ্ছে বা এটা যদি একটা সমাধান হয়, সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলের খেলার।’

ফারুক অবশ্য এটাও বোঝেন যে দলের সঙ্গে না থেকে দেশের বাইরে থেকে টুর্নামেন্ট খেলাটা একজন ক্রিকেটারের জন্য কঠিন। সাকিব যেহেতু দেশে আসতে পারছেন না, দলের সঙ্গে অনুশীলন করতে পারছেন না, তিনি খেলার মতো মানসিক অবস্থায় আছেন কি না, সে প্রশ্নও তুলেছেন বোর্ড সভাপতি, ‘শুধু দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মানসিকভাবে খুব একটা...।

সম্প্রতি আবুধাবি টি–১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলতে দেখা গেছে সাকিব আল হাসানকে

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক নয়। প্রস্তুতি পর্ব হয়, দলের সমন্বয়টা দরকার হয় খুব বেশি। এটা যেহেতু ও (সাকিব) করতে পারছে না, আমার মনে হয় ও তাই এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই। সে ক্ষেত্রে আমরা এই জিনিসটা ওর ওপরেই ছেড়ে দিয়েছি যে ও কী চিন্তা করছে।’