মর্যাদার লড়াইয়ে এত বড় হার! পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ১১৭ বল আর ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত। এমন হারের পর খেপেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
তবে অধিনায়ক বাবর আজম বোধ হয় খুব একটা বিচলিত নন। ম্যাচ শেষে তাঁর আচরণ তো সেটাই বলছে। ভারতের বিপক্ষে বড় হারের পর বিরাট কোহলির কাছ থেকে তাঁর স্বাক্ষর সংবলিত জার্সি নিয়েছেন বাবর। যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের কাছে বাজেভাবে হারের পর ভারতীয় তারকার জার্সি নেওয়া মোটেই পছন্দ হয়নি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে আকরাম বলেছেন, ‘মাঠে বাবরের কোহলির সঙ্গে সাক্ষাৎ করা উচিত হয়নি। তাঁর সঙ্গে এভাবে সামনাসামনি দেখা করার পরিস্থিতি তখন ছিল না। ওর গোপনে শার্ট নেওয়া উচিত ছিল।’
গতকাল পাকিস্তান তাদের শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ৩৬ রানে। যে ধসের শুরু হয় অধিনায়ক বাবরের আউট দিয়ে। ৫০ রান করে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হওয়া বাবরকেই এমন হারের জন্য অনেকে দায়ী করছেন। কারণ, থিতু হওয়ার পর বড় ইনিংস খেলার দায়িত্বটা তাঁর ওপরই ছিল। আর পাকিস্তানের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় নামও তিনি। তবে তিনি সেটা করতে পারেননি। ১৬ রানে শেষ ৫ আর ৩৬ রানে শেষ ৮ উইকেট হারানো পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯১ রানে।
কোহলির স্বাক্ষর সম্বলিত জার্সি আকরামের পছন্দ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বাবরের প্রশংসা করছেন ভারতের সমর্থকেরা। বাবর-কোহলিকে একে অপরের ভক্তই বলা চলে। কে সেরা, কোহলি নাকি বাবর—এই প্রশ্নে ক্রিকেট ভক্তরা দুই ভাগে ভাগ হয়ে যান। সমর্থকদের মধ্যে বৈরিতা থাকলেও এই দুই ক্রিকেটারের মধ্যে সেই মনোভাব নেই। উল্টো একে অন্যকে প্রায়ই প্রশংসায় ভাসান।