সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন

২ কোটি টাকায় জাতীয় লিগের পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংক

গত দুই মৌসুম পৃষ্ঠপোষক ছাড়াই প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ আয়োজন করেছিল বিসিবি। এবার মধুমতি ব্যাংক হয়েছে জাতীয় লিগের পৃষ্ঠপোষক। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, দুই কোটি টাকা দিয়ে জাতীয় লিগের ২৬তম আসরের স্পনসরশিপ কিনে নিয়েছে মধুমতি ব্যাংক। কাল থেকে চার ভেন্যুতে আট দলের এই আসরের প্রথম রাউন্ডের খেলা শুরু হবে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ও রানার্সআপ সিলেট বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম–রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠে হবে খুলনা–রাজশাহীর ম্যাচ, পাশের মাঠে বরিশাল খেলবে ঢাকা মেট্রোর বিপক্ষে।

সিঙ্গেল লিগ পদ্ধতির জাতীয় লিগের শেষ রাউন্ড শুরু হবে আগামী ৩০ নভেম্বর। চার দিনের ম্যাচের এই প্রতিযোগিতার পর এই আট দল নিয়ে হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। প্রথমবারের মতো শুরু হতে যাওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টির পৃষ্ঠপোষক টি-স্পোর্টস। এ ছাড়া এবার ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের জন্যও পৃষ্ঠপোষক পেয়েছে বিসিবি। এবারের মৌসুমে এই তিন লিগের স্পনসর করবে মেঘনা ব্যাংক।

জাতীয় লিগের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন, মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, চিফ বিজনেস অফিসার কামরুল হাসান ও চিফ রিস্ক অফিসার ফাইজুর রহমান।

নাজমূল আবেদীন বলেছেন, জাতীয় লিগের প্রতি সর্বোচ্চ মনোযোগই দেবেন তাঁরা। প্রথম শ্রেণির ক্রিকেটের এই আসরকে সফল এবং আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে কিছু উদ্যোগও নিয়েছে বিসিবি। নাজমূল বলেন, ‘ক্রিকেট বোর্ডের একজন মনোবিদ আছেন। যিনি কানাডাতে থাকেন, প্রয়োজনে আসেন। তাঁর সঙ্গে জাতীয় লিগের কোচ-অধিনায়কেরা অনলাইনে অনেকগুলো সেশন করবেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সংস্কৃতিটা যাতে আমরা এখানে ঢোকাতে পারি, সেটা দেখব।’

মাঠে থেকে জাতীয় লিগের খেলা দেখা, দল নির্বাচনে জাতীয় লিগের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন নাজমূল আবেদীন, ‘এত দিন বাইরে থেকে এটাই বলে আসছি যে আমাদের ক্রিকেটের জন্য জাতীয় লিগই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সবচেয়ে বড় কথা, আমরা চেষ্টা করব মাঠে থাকতে। মাঠে গিয়ে নিজেরা দেখতে চাইব যে আসলে কী হচ্ছে।’