পাকিস্তানি স্পিনারদের সমালোচনা শেবাগ–নেহরাদের মুখে
পাকিস্তানি স্পিনারদের সমালোচনা শেবাগ–নেহরাদের মুখে

শেবাগ–নেহরাদের মুখে পাকিস্তানি স্পিনারদের সমালোচনা

এমন হারের পর সমালোচনা তো হবেই। গতকাল আহমেদাবাদের ‘আগুন ম্যাচে’ পানি ঢেলে দিয়েছে পাকিস্তানের ব্যাটিং ও বোলিং–ব্যর্থতা। ভারতের সহজ জয়ের পর পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা তো বটেই, ভারতের সাবেকেরাও মেতেছেন পাকিস্তান দলের সমালোচনায়। বীরেন্দর শেবাগ ও আশিস নেহরারা তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানি স্পিনারদের। পাকিস্তানি স্পিনাররা আহমেদাবাদের ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি বলেও অভিমত তাঁদের।

পাকিস্তানের ১৯২ রানের জবাবে ভারত সহজেই ম্যাচটা জিতেছে ৭ উইকেটে। অধিনায়ক রোহিত শর্মা খেলেছেন ৮৬ রানের ইনিংস। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানি পেসাররাই নিয়েছেন ভারতের ৩ উইকেট। শাহিন শাহ আফ্রিদি ২টি, হাসান আলী ১টি। দুই পাকিস্তানি স্পিনার শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ দুজনই বাজে বোলিং করেছেন কাল। শাদাব নিজেদের ৪ ওভারে দিয়েছেন ৩১ রান। নেওয়াজ ছিলেন আরও অকার্যকর। ৮ ওভারে দিয়েছেন ৪৭।

ভারতের সাবেক পেসার আশিস নেহরা।

শেবাগের মতে, ‘পাকিস্তানের এটা খুব বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তাদের দুই স্পিনার শাদাব ও নেওয়াজ কিছুই করতে পারেনি। তারা উইকেট নিতে পারেনি। ভারতের মাটিতে স্পিনাররা উইকেট নিতে না পারলে কীভাবে হবে! স্পিনাররা উইকেট নিতে না পারার কারণে ফাস্ট বোলিংয়ের ওপর চাপ পড়েছে। ভারতের রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিন যখন উইকেট নিতে পারে না, তখন ভারত ভালো করে না। যেকোনো সফরই অনেক দীর্ঘ মনে হয়, যখন আপনার দলের ব্যাটসম্যানরা রান করতে পারবে না, বোলাররা উইকেট পাবে না। সমস্যাগুলোর সমাধান করতে না পারলে সমস্যায় পড়তে হবে।’

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ

নেহরার কাছে পাকিস্তানি বোলিং আক্রমণকে কখনোই হুমকি মনে হয়নি, ‘পাকিস্তান দলের বোলিং আক্রমণ কখনোই ভারতের জন্য হুমকি মনে হয়নি। এই দলটা সাধারণত নাসিম শাহকে নিয়ে চারজন ফাস্ট বোলার নিয়ে খেলে। তাদের দুই স্পিনার শাদাব আর নেওয়াজ দুজনই অনেকটাই অলরাউন্ডার। তারা যখন বোলিংয়ে এসেছে, ভারত তখন অনেকটাই এগিয়ে গেছে রানের দিক দিয়ে। পাকিস্তানের ব্যাটিংয়ের মতোই বোলিংও চিন্তার ব্যাপার।’

নেহরা ভারতের বোলিংয়ের প্রসঙ্গও এনেছেন। ভারতীয় স্পিনার কুলদীপ যাদব যেভাবে পাকিস্তানের ইনিংসের সময় বাবর-রিজওয়ানদের ওপর চাপ তৈরি করেছেন, পাকিস্তানি স্পিনারদের কাছ থেকে তেমন কিছুই দেখেননি নেহরা, ‘ভারতের বোলিংয়ের ওপর শুরুতে পাকিস্তানি ব্যাটসম্যানদের আধিপত্য ছিল। কিন্তু কুলদীপ যাদব চাপটা পাকিস্তানি ব্যাটসম্যানদের দিকে ঠেলে দেয়। আমি পাকিস্তানি স্পিনারদের কাছ থেকে এমন কিছু ম্যাচে দেখিনি। কুলদীপ কিন্তু শুরুতে উইকেট পায়নি। সে ভালো বোলিং করেছে, যেটি চাপ সৃষ্টি করেছে ব্যাটসম্যানরদের ওপর, সেটি থেকেই পরে অন্য বোলাররা উইকেট তুলে নিয়েছে। যেটি পাকিস্তানি বোলিংয়ে অনুপস্থিত ছিল।’