আগামীকাল বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে
আগামীকাল বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে

হাথুরুসিংহে ফেরায় উপকৃত হবে বাংলাদেশ, মনে করেন হেরাথ

একসময় সতীর্থ ছিলেন, এরপর চন্ডিকা হাথুরুসিংহের অধীনে খেলেছেন রঙ্গনা হেরাথ। বাংলাদেশ জাতীয় দলে এবার দুজন হচ্ছেন কোচিং-সতীর্থ। জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে আগামীকাল ঢাকায় এসে পৌঁছাবেন হাথুরুসিংহে। এর আগে স্পিন বোলিং কোচ হেরাথ বলছেন, বাংলাদেশ ক্রিকেট যে হাথুরুর মাধ্যমে উপকৃত হবে, এ ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

উঠতি ১৯ জন স্পিনার নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন দিনের একটি ক্যাম্প করছেন হেরাথ। সেটিরই দ্বিতীয় দিন ছিল আজ। ক্যাম্প শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি, সেখানেই আসে হাথুরুসিংহে প্রসঙ্গ।

গত মাসের শেষ দিকে হাথুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া নিশ্চিত করে বিসিবি। দুই বছরের চুক্তিতে আগামীকাল রাতে ঢাকায় এসে পৌঁছানোর কথা তাঁর। হাথুরুসিংহের আসা প্রসঙ্গে হেরাথ আজ বলেছেন, ‘সে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আগেও ছিল, ভালোও করেছে। আমি তার সঙ্গে যেমন খেলেছি, সে কোচ হওয়ার পর তার অধীনেও খেলেছি। তার ব্যাপারে আমার প্রতিক্রিয়া খুবই ভালো ও ইতিবাচক। বাংলাদেশ ক্রিকেট যে উপকৃত হবে তার আসায়, এ ব্যাপারে আত্মবিশ্বাসী আমি।’

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

হাথুরুসিংহে আসার পর প্রথম সিরিজ হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। তবে এরই মধ্যে খেলোয়াড় ও কোচিং স্টাফের কর্মকর্তা, বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছেন হাথুরুসিংহে। এ সিরিজের পরিকল্পনা নিয়ে হেরাথের সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে থাকা হাথুরুসিংহে।

অন্য সিরিজগুলোর মতো ইংল্যান্ডের বিপক্ষেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না হেরাথরা, ‘আমাদের মূল লক্ষ্যই জেতা। তবে জেতার আগে আপনার প্রক্রিয়া অনুসরণ করতে হবে, অনুশীলন ও পরিকল্পনা করতে হবে এবং সেগুলো খুব দ্রুতই করতে হবে।’

২০১৬ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড। এর আগে বরাবরের মতোই স্পিন আছে আলোচনায়, নিজেদের কন্ডিশনে বাংলাদেশের অন্যতম অস্ত্র যেটি। হেরাথের স্পিনারদের ক্যাম্পের উদ্দেশ্য অবশ্য ভিন্নই, ‘গতকাল শুরু করেছি। এই ক্যাম্পের উদ্দেশ্য কাউকে দলে নির্বাচন করা নয়। জ্ঞান ভাগাভাগি করা। আগামীকাল আরেকটি সেশন করব। ভাবছি, এখন থেকে স্পিন ক্যাম্পটা নিয়মিত করব, যাতে সবাই মিলে নিজেদের মধ্যে জ্ঞান ভাগাভাগি করতে পারি।’