দারুণ ছন্দে আছেন ফখর জামান
দারুণ ছন্দে আছেন ফখর জামান

আইসিসি র‍্যাঙ্কিং

টানা দুই সেঞ্চুরিতে দুইয়ে ফখর, ওপরে শুধু বাবর

ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরি। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ১৮০ রানের ম্যাচজয়ী ইনিংস। ১৮০ রানের ইনিংস খেলার পথে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ডও ভেঙেছিলেন ফখর জামান। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ডটিও এখন ফখরের। এবার আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাবরের পিছু ছুটছেন ফখর। ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত সময় কাটানো ফখর ওয়ানডে ব্যাটসম্যানদের আট ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে।

ফখর ওয়ানডে ক্রিকেটে টানা তিনটি সেঞ্চুরিই করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে চলতি সিরিজে টানা দুটি। এর আগেরটি চলতি বছরের জানুয়ারিতে। দ্বিতীয় ওয়ানডেতে ১৮০ রান করার আগে প্রথম ওয়ানডেতে ফখর করেছিলেন ১১৭ রান।

তাতে ক্যারিয়ার-সেরা ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি দুই নম্বরে। যদিও শীর্ষস্থানে থাকা বাবর ফখরের চেয়ে এগিয়ে ১০৩ রেটিং পয়েন্টে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই পাকিস্তানের। পাঁচ নম্বরে আছেন ইমাম উল হক। ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান এক ধাপ এগিয়েছেন, আছেন ৯ নম্বরে। বোলারদের তালিকায় এটিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

ব্যাট হাতে নিয়মিত ঝড় তুলছেন ফখর জামান

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিউই ব্যাটসম্যান ড্যারেল মিচেলও টানা দুই সেঞ্চুরি করেছেন। তাতে এই সিরিজের আগে ১০০ জনের মধ্যে না থাকা মিচেলের বর্তমান অবস্থান ৫৭তম। অধিনায়ক টম ল্যাথামও এগিয়েছেন ৩ ধাপ, আছেন ২৯তম স্থানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯৮ রান করেছিলেন নিউজিল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যান।

গলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭ উইকেট নেওয়া প্রবাত জয়াসুরিয়া ছয় ধাপ এগিয়ে আছেন ১৩ নম্বরে। আরেক স্পিনার রমেশ মেন্ডিস আছেন ২২ নম্বরে। তিনি এগিয়েছেন ১০ ধাপ।