বিশ্বকাপ শুরু হতে আর সাড়ে চার মাসও বাকি নেই। এখনো চূড়ান্ত সূচি ঘোষণা করেনি আয়োজক ভারতীয় বোর্ড বিসিসিআই। সাধারণত বিশ্বকাপ সূচির ওপর নির্ভর করে দলগুলো পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু মে মাসের শেষ সপ্তাহে এসেও তা না পাওয়ায় একপ্রকার অন্ধকারে আছে দলগুলো।
বিসিসিআই জানিয়েছে, ২০২৩ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করতে আরও কয়েক দিন লাগবে। শনিবার আহমেদাবাদে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিসিআই সচিব জয় শাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের ভেন্যুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তখন টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করা হবে।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ৭ জুন ওভালে। মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
এপ্রিলের শেষ দিকে বিশ্বকাপের সূচি না পাওয়া নিয়ে আক্ষেপ করেছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে জাতীয় দলের ক্যাম্পের শেষ দিনে বিশ্বকাপের সূচি ঘোষণা না হওয়া সমস্যা কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি শুধু আমাদের জন্য নয়, সবার ওপরেই প্রভাব পড়ছে। আগে ঘোষণা করা হলে ভালো হয়। খানিকটা পরিষ্কার ধারণা পাওয়া যায়।’
ওয়ানডে বিশ্বকাপের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত টুর্নামেন্টটি শুরু হয় ২০১৯ সালের ৩১ মে। সূচি প্রকাশ করা হয় ৪০০ দিন আগে—২০১৮ সালের ২৬ এপ্রিল।
গতবারের মতো এবারও বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০ দল। এরই মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান অংশগ্রহণ নিশ্চিত করেছে। দুটি দল চূড়ান্ত হবে বাছাইপর্বের মাধ্যমে, যা অনুষ্ঠিত হবে আগামী মাসে, জিম্বাবুয়েতে। বাছাইয়ের ১০ দলের মধ্যে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা এবং আইসিসির দুই পূর্ণ সদস্য জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড আছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ২০২৩ বিশ্বকাপ শুরুর সম্ভাব্য দিন ৫ অক্টোবর, ফাইনাল ১৯ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে পারে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।