পাকিস্তান টি–টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি (বাঁয়ে) ও বর্তমান অধিনায়ক বাবর আজম
পাকিস্তান টি–টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি (বাঁয়ে) ও বর্তমান অধিনায়ক বাবর আজম

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং

১৭–তে উঠেই পাকিস্তানের এক নম্বর বোলার আফ্রিদি, পেছালেন বাবর

নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই হারিস রউফ। অন্যদিকে সিরিজের প্রথম ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। আর তাতে আইসিসির র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্টের যোগ বিয়োগের খেলায় রউফকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আবারও পাকিস্তানের শীর্ষ বোলার হয়েছেন আফ্রিদি।

তবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-তেও নেই পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক। দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন ২৪ বছর বয়সী আফ্রিদি। চার ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন রউফ।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে আফ্রিদির ঠিক পরেই ১৮ নম্বরে আছেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি। পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট নেওয়া সোধি পাঁচ ধাপ এগিয়েছেন। নিউজিল্যান্ডের শীর্ষ বোলার মিচেল স্যান্টনার। সিরিজের নিউজিল্যান্ড দলে না থাকা স্যান্টনার অবশ্য পয়েন্ট হারিয়ে পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৫ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।

নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের টিম সাইফার্ট তিন ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে। তাঁর সতীর্থ মার্ক চ্যাপম্যান লম্বা লাফই দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৪২ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে জেতানো ব্যাটসম্যান ১২ ধাপ এগিয়ে উঠেছেন ৩৩ নম্বরে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম এক ধাপ পিছিয়ে নেমে গেছেন পাঁচে। মোহাম্মদ রিজওয়ান আছেন আগের মতোই তিনে।

নেপালের দীপেন্দ্র সিং ঐরী

আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন নেপালের দীপেন্দ্র সিং ঐরী। যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মারা ব্যাটসম্যান ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫০ নম্বরে। পরশ খাড়কা, কৌশল ভুরতেল ও রোহিত পৌডেলের পর চতুর্থ নেপালি হিসেবে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০-এ উঠলেন ঐরী।

ব্যাটিংয়ে ভারতের সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান ধরে রেখেছেন শীর্ষস্থান।