বেতন বাড়ছে প্রথম শ্রেণির ক্রিকেটারদের
বেতন বাড়ছে প্রথম শ্রেণির ক্রিকেটারদের

প্রথম শ্রেণির ক্রিকেট

বেতন বেড়েছে, সংখ্যা কমেছে

চুক্তিবদ্ধ প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কমেছে প্রথম শ্রেণির ক্রিকেটারদের সংখ্যা। গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এত দিন প্রতি মাসে ‘এ’ শ্রেণির প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ছিল ২৮ হাজার ৭৫০ টাকা। সেটি বেড়ে হয়েছে ৩৫ হাজার টাকা। ‘বি’ শ্রেণির ক্রিকেটারদের বেতন ছিল ২৩ হাজার টাকা। বেতন বাড়ার পর সেটি হয়েছে ৩০ হাজার টাকা। ‘সি’ শ্রেণির ক্রিকেটারদের বেতন ১৭ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫ হাজার টাকা।

এর আগে বিসিবির চুক্তিতে প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন ৯২ জন। এবার সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে ৭৭–এ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন এর কারণ, ‘আমরা পারফরম্যান্স বিবেচনা করে সংখ্যাটা কমিয়ে এনেছি। পাশাপাশি কিছু নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছি, যাদের ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা আছে, এমন।’

বিসিবির প্রথম শ্রেণির চুক্তিতে থাকতে হলে কিছু শর্তও পূরণ করতে হবে। মিনহাজুল বলছিলেন, ‘প্রথম শ্রেণির চুক্তিতে থাকতে হলে ক্রিকেটারদের এক মৌসুমে কমপক্ষে তিনটি ম্যাচ খেলতে হবে। আর ক্রিকেটারদের ভালো পারফর্ম করেই চুক্তিতে থাকতে হবে। বেতনভুক্ত ক্রিকেটারদের তালিকাটা এখন থেকে এভাবেই সাজানো হবে।’