অধিনায়ক টেম্বা বাভুমাকে প্রস্তুতি ম্যাচে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। তবে এই সময়ে পারিবারিক কারণে দেশে ফিরতে হচ্ছে প্রোটিয়া অধিনায়ককে। আগামীকাল আফগানিস্তান ও সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বাভুমার। চোটের কারণে এই বিশ্বকাপে সেরা দলটা পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন আনরিখ নর্কিয়ার মতো তারকা।
পিঠের চোটে ভারতে ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ফাস্ট বোলার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপও চোটের কারণে খেলতে পারেননি নর্কিয়া। এ ছাড়া সিসান্দা মাগালারও বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। এই দুই পেসারের বদলি হিসেবে ডাকা হয়েছে লিজাড উইলিয়ামস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকে।
বাভুমারও চোটপ্রবণতা আছে। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৪ রানের ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিং চোটে ভুগেছিলেন প্রোটিয়া অধিনায়ক। তবে সেই চোট পরের দুই ওয়ানডে খেলতে বাধা হয়ে দাঁড়ায়নি।
যদিও আবারও মাংসপেশির চোট দেখা দেয়। এবারের চোটটা খুব একটু গুরুতর না হলেও চতুর্থ ওয়ানডে থেকে বিশ্রাম নেন তিনি। এরপর সিরিজের শেষ ওয়ানডে দিয়ে মাঠে ফেরেন। বাভুমার বদলে প্রস্তুতি ম্যাচে ওপেন করতে পারেন রিজা হেনড্রিকস।