বিএসপিএ বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিটন দাস
বিএসপিএ বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিটন দাস

বিএসপিএর বর্ষসেরা

আরও পুরস্কার জিততে চান লিটন

‘কে হবেন সেরা?’

প্রশ্নটা করার পর একটু থেমে থেমে তিনটা নাম বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। লিটন দাস? সাবিনা খাতুন? নাসরিন আক্তার?

লিটনের নামটা শোনার পরই সোনারগাঁও হোটেলের অডিটরিয়ামে সবচেয়ে জোরে চিৎকার শোনা গেল। শেষ পর্যন্ত ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তারকে পেছনে ফেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২২ সালের সেরা ক্রীড়াবিদের পুরস্কারটা লিটনই পেলেন।

এর আগে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন জাতীয় দলের এই ওপেনার। ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে’ দুই পুরস্কার পেয়ে খুব স্বাভাবিকভাবেই দারুণ আনন্দিত লিটন, ‘এ রকম একটা পুরস্কার পাওয়া ভাগ্যের এবং সম্মানের। আমরা দেশের জন্যই খেলি। এ রকম পুরস্কার আমাদের আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে। দোয়া করবেন, পরেরবার যেন আরও ভালো করতে পারি; পুরস্কারের মঞ্চে আবার আসতে পারি।’

লিটনের হাতে বর্ষসেরা ক্রীড়াবিদ ও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার, সাবিনার হাতে নারী ফুটবলার ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড

এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কারও উঠেছে সাবিনার হাতে। সেরা নারী ক্রিকেটার হয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা।

ছেলেদের মধ্যে বর্ষসেরা ফুটবলার হয়েছেন রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল)। আর্চারিতে সেরা হয়েছেন নাসরিন আক্তার ও হকিতে আশরাফুল ইসলাম। বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার উঠেছে ইমরানুর রহমানের হাতে। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী।

বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী

যৌথভাবে উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন নাফিজ ইকবাল (টেবিল টেনিস) ও সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)। তৃণমূলের সেরা সংগঠক হিসেবে পুরস্কার জিতেছেন কুষ্টিয়ার সাঁতার কোচ আমিরুল ইসলাম।

এ ছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে সুমিতা রানীকে (হার্ডলার)। বিশেষ সংবর্ধনা পেয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জিতেছে সেরা ক্রীড়া সংস্থার পুরস্কার।

এক ফ্রেমে বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া পুরস্কার ২০২২ বিজয়ীরা

‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।