প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলছেন ফরহাদ রেজা
প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলছেন ফরহাদ রেজা

জাতীয় ক্রিকেট লিগ

শেষ ইনিংসে শূন্য ফরহাদ রেজার, ৭ উইকেট রানার

জাতীয় লিগের শেষ রাউন্ডে তিন দিনের মধ্যেই চট্টগ্রামকে হারিয়েছে ঢাকা মহানগর। আজ প্রথম শ্রেণির ক্যারিয়ারে শেষবারের মতো ব্যাটিং করেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা।

জয়ে মৌসুম শেষ মহানগরের

রাজশাহীতে চট্টগ্রাম তৃতীয় দিনটা শুরু করেছিল ৬ উইকেটে ১৭৩ রান নিয়ে। আজ আরও ৭৩ রান যোগ করে দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানে অলআউট হয় দলটি। তাতে ম্যাচ জিততে ১৩৯ রানের লক্ষ্য পায় ঢাকা মহানগর। চা বিরতির আগেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যটা পেরিয়ে যায় মহানগর। এবারের লিগে দলটির এটি তৃতীয় জয়। ৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল মহানগর। আপাতত দুইয়ে থাকলেও শেষ পর্যন্ত অবস্থান কী হবে, সেটি নির্ধারিত হবে কাল মৌসুমের শেষ দিনে।

রান তাড়ায় মহানগরের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আইচ মোল্লা। এ ছাড়া ২৪ বলে ৩৫ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ নাঈম। ৩৫ রানের ২৪-ই নাঈম নিয়েছেন বাঁহাতি স্পিনার আশরাফুল হাসানের করা টানা পাঁচ বলে। ইনিংসের দশম ওভারে দ্বিতীয় বলে স্ট্রাইক পাওয়ার পর নাঈমের স্কোরিং শট ছিল এমন ৬-৪-৪-৪-৬।

ম্যাচসেরা হয়েছেন মহানগরের আরিফ আহমেদ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।

ফরহাদের বিদায়ী ম্যাচ জিততে রাজশাহীর চাই ২ উইকেট

শেষবারের মতো ব্যাট করতে নামার সময় ফরহাদ রেজাকে বাউন্ডারির বাইরে প্রথমবার গার্ড অব অনার দিলেন সতীর্থরা। এরপর মাঠে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনারও পেলেন এই অলরাউন্ডার। তবে বিদায়টা সুখকর হলো না, আউট হলেন প্রথম বলেই। সিলেটের পেসার সফর আলীর ইনসুইংয়ে পরাস্ত হয়ে হলেন এলবিডব্লু। ১৪৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ২২৫তম ও শেষ ইনিংসে শূন্য রানে ফিরলেন বাংলাদেশের হয়ে ৩৪টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলা ফরহাদ। দুই বছর পর প্রথম শ্রেণির ম্যাচ খেলা ফরহাদ রেজা বিদায় নিলেন ৩৮ বছর বয়সে। আগামীকাল অবশ্য আরেকবার মাঠে নামার সুযোগ পাচ্ছেন ফরহাদ রেজা। তাঁর দল যে ফিল্ডিংয়ে, পাচ্ছে ম্যাচ জয়ের সুবাসও।

৩ উইকেটে ৭০ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী আজ ৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট ১৮৬ রানে। সিলেটের দুই পেসার সফর আলী ও তোফায়েল আহমেদ এবং বাঁহাতি স্পিনার নাবিল সামাদ পেয়েছেন ৩টি করে উইকেট।

২০১ রানের লক্ষ্যে ব্যাট করা সিলেট ৮ উইকেটে ১৪২ রান তুলে দিন শেষ করেছে। এই রানের অর্ধেকই করেছেন অধিনায়ক অমিত হাসান। প্রথম ইনিংসে ৫৩ ও দ্বিতীয় ইনিংসে ৭১, অমিত এবারের লিগটা শেষ করলেন ৭৮৫ রান নিয়ে।

সেঞ্চুরি পেলেন না মিঠুনও, মেহেদী রানার ৭ উইকেট

গতকাল ৯০ রান করে আউট হয়েছেন খুলনার ওপেনার এনামুল হক। আজ নড়বড়ে নব্বইয়ে কাটা পড়লেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুনও। ৮৯ রান নিয়ে দিন শুরু করা মিঠুন ফিরেছেন ৯২ রানে মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে। সিলেট থামে ২৪৪ রানে।

৭ উইকেট নিয়েছেন খুলনার বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা

এরপর রংপুরকে ১৩৩ রানে অলআউট করে দেয় খুলনা। দলটির বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ৩১ রানে পেয়েছেন ৭ উইকেট। ৪০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই তাঁর সেরা বোলিং। এরপর আবার ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬ রান করেছে খুলনা। দলটি এগিয়ে গেছে ১১৭ রানে।

১৮৬ রানে এগিয়ে বরিশাল

বগুড়ায় ৮ উইকেটে ৩০৩ রান নিয়ে দিন শুরু করা ঢাকা বিভাগ ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩১০ রান তুলে। ২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল দিন শেষ করেছে ৫ উইকেটে ২০৭ রান তুলে, দলটি এগিয়ে গেছে ১৮৬ রানে। ফিফটি পেয়েছেন ফজলে রাব্বি (৫০) ও মঈনুল ইসলাম (৫৬)।