ফটো ফিচার

আইসক্রিম খেয়ে উইলিয়ামসনের ‘ব্রেন ফ্রিজ’

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ৬ নম্বর জার্সি পড়ে খেলেন জামাল ভূঁইয়া। আজ নিজের ইনস্টাগ্রামে তিনি এই ছবিটি পোস্ট করেছেন ভক্তদের জন্য। স্পাইডারম্যান কমিকের ছবির সঙ্গে নিজের একটি অ্যানিমেশন ছবিও জুড়ে দিয়েছেন। স্পাইডারম্যানকে ভক্তরা যেভাবে অনুকরণ করেন, জামালকেও ভক্তরা তেমনি অনুসরণ করেন—এটাই সম্ভবত বুঝিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ক্যাপশনে তিনি লিখেছেন ‘জেবি৬’—অর্থাৎ, জামাল ভূঁইয়া ৬
ছবি: ইনস্টাগ্রাম
পাকিস্তান দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে এখন দুবাইয়ে আছেন পেসার নাসিম শাহ। ভারতের বিপক্ষে আগের ম্যাচে পায়ে চোট পেলেও সুস্থই আছেন তিনি। আজ নিজের এই ছবিটি পোস্ট করে দার্শনিকসুলভ ক্যাপশন লিখেছেন নাসিম, ‘স্বপ্ন দেখা সহজ, কিন্তু তার বাস্তবায়ন করা কঠিন।’
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ফুরফুরে মেজাজে আছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। রোদ চশমা পরে অনুশীলনে যাওয়ার এই ছবিটি আজ ইনস্টাগ্রামে পোস্ট করেন মুজিব
গণেশের মূর্তির সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল এই ছবিটি তুলেছেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে। নিজের পোশাক নিয়ে লিখেছেন, এই পোশাক পরিধান করলেই শুধু বোঝা যায় কতটা আরামদায়ক
মজার এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। কন্যা ম্যাগির সঙ্গে বসে আইসক্রিম খাচ্ছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ব্রেইন ফ্রিজ! আইসক্রিম খেতে আমি কিন্তু ম্যাগিকে সাহায্য করিনি।’
বিমানে বসে হাস্যোজ্জ্বল এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকা নারী জাতীয় দলের ওপেনার লরা ভলভার। ক্যাপশনে বিমানের ইমো ছাড়া কিছু লেখেননি। পাশের বই দেখে মনে হতে পারে, ক্রিকেটের পাশাপাশি পড়াশোনায়ও বেশ আগ্রহ আছে এই ক্রিকেটারের