ফটো ফিচার

মিরপুরে ব্যস্ত দিন নাজমুল–মুমিনুলদের

মিরপুরে আজ অনুশীলনে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কয়েকজন ক্রিকেটারকে। যেখানে এসেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেনও। হাসিমুখে প্রথম আলোর ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। এদিন অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে মুমিনুল–তাইজুলদেরও। মিরপুরের আসা ক্রিকেটারদের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—
মিরপুরে অনুশীলনের এক পর্যায়ে হাসিমুখে ধরা পড়েছেন বাংলাদেশের ‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাত মুমিনুল হক
টেস্ট ও এইচপি ক্রিকেটারদের অনুশীলনে এভাবেই ঘাম ঝরিয়েছেন দুই ক্রিকেটার মুমিনুল হক ও সাদমান ইসলাম
অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসান
একই ফ্রেমে দুই স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম
অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন আজ ফ্রেমবন্দী হয়েছেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে