১৭০ রান করেছেন মুরশিদা খাতুন (বাঁয়ে), নিগার সুলতানা করেছেন ১৭১ রান
১৭০ রান করেছেন মুরশিদা খাতুন (বাঁয়ে), নিগার সুলতানা করেছেন ১৭১ রান

মেয়েদের বিসিএল

মুরশিদার ১৭০, নিগারের ১৭১

মেয়েদের বিসিএলের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়েছে। ড্র ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাতীয় দলের তারকারা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা এবার খেলেছেন ১৭১ রানের ইনিংস।

মুরশিদা-নিগারে মধ্যাঞ্চলের রানের পাহাড়

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা গতকালই পেয়ে গিয়েছিলেন মুরশিদা খাতুন। জাতীয় দলের ওপেনার আজ থামলেন ১৭০ রান করে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আজ তাঁকে ছাড়িয়ে গেছেন সতীর্থ নিগার সুলতানা। আগের ম্যাচে  প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেকে ১৫৩ রান করা মধ্যাঞ্চল অধিনায়ক এবার করেছেন ১৭১ রান।

এ দুজনের সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের বিপক্ষে একমাত্র ইনিংসে মধ্যাঞ্চল ৮ উইকেটে ৫২৮ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। মধ্যাঞ্চল তৃতীয় দিনটা শুরু করে ২ উইকেটে ২৪২ রান নিয়ে। নিগার ৬৪ রানে ও মুরশিদা ১২২ রানে ব্যাট করছিলেন। মুরশিদাকে এলবিডব্লু করে দুজনের ২২৮ রানের তৃতীয় উইকেট জুটিটা ভাঙেন পূর্বাঞ্চল অধিনায়ক ফাহিমা খাতুন। ফেরার আগে ২৮৬ বলে ২৩ চারে ১৭০ রান করেছেন মুরশিদা। নিগার ফেরেন দলকে ৪৬৯ রানে রেখে সপ্তম ব্যাটার হিসেবে। ১৮ চারে ৩২২ বলে ১৭১ রান করেছেন দুই ইনিংসে দুটি সেঞ্চুরি পাওয়া নিগার।

এর আগে পূর্বাঞ্চল একমাত্র ইনিংসে অলআউট হয় ৩৫৪ রানে।

সোবহানার সেঞ্চুরি

১১৮ রানে অপরাজিত ছিলেন উত্তরাঞ্চল অধিনায়ক সোবহানা মোস্তারি

সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের  ব্যাটার সোবহানা মোস্তারিও। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে আজ ১১৮ রান করে অপরাজিত ছিলেন উত্তরাঞ্চল অধিনায়ক। ১৪৬ বলে ১৪টি চার ও ৪ ছক্কা মেরেছেন এই টপ অর্ডার ব্যাটার। সোবহানার দল ৫ উইকেটে ২৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়ে দিয়ে দক্ষিণাঞ্চলকে ২৭৬ রানের লক্ষ্য দেয়।

লক্ষ্য ছুঁতে দুই সেশন সময় পেয়েছিল দক্ষিণ। দলটি ৮ উইকেটে ২৩২ রান তোলার পর শেষ হয়ে যায় ম্যাচ। দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন আগে ম্যাচে সেঞ্চুরি পাওয়া রুবাইয়া হায়দার।