জন্মশহর অ্যাডিলেডে সেঞ্চুরি করাকে অভ্যাস বানিয়ে ফেলেছেন ট্রাভিস হেড। অ্যাডিলেড ওভালে হেড পেয়েছেন টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। এই মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরিও আছে তাঁর।
কিন্তু গুরুত্বের বিচারে তিনি হয়তো গতকাল ভারতের বিপক্ষে ১৪০ রানের ইনিংসটিকেই এগিয়ে রাখবেন। ১৭ চার ও ৪ ছক্কায় তাঁর চোখধাঁধানো ব্যাটিংয়ের সুবাদেই অ্যাডিলেডে গোলাপি বলে দিবা–রাত্রির টেস্টে বড় জয়ে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে সমতা এনেছে অস্ট্রেলিয়া।
তবে হেডের ১৪০ রানের ইনিংসের চেয়েও বেশি আলোচনায় মোহাম্মদ সিরাজের বলে তাঁর আউট হয়ে চলে যাওয়ার উত্তপ্ত মুহূর্ত। যা নিয়ে দুজন দুরকম কথা বলছেন। হেড জানিয়েছেন, আউট হওয়ার পর তিনি সিরাজকে বলেছেন, তাঁর বলটা ভালো হয়েছে। সিরাজই পরিস্থিতি ভিন্ন দিকে নিয়েছেন। কিন্তু সিরাজের দাবি, হেড মিথ্যাচার করছেন।
কাল সিরাজের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হন হেড। এর আগের বলেই ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে সিরাজকে ছক্কা মারেন হেড। ভারতীয় পেসার স্বাভাবিকভাবেই তেতে ছিলেন। পরের বলেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের স্টাম্প ওড়ানোকে তাই প্রতিশোধ হিসেবেই নিয়েছেন তিনি।
হেডকে আউট করেই আক্রমণাত্মক মেজাজ নিয়ে তাঁকে মাঠে ছাড়তে বলেন সিরাজ। টিভি ক্যামেরায় দেখা গেছে, চলে যাওয়ার সময় হেড সিরাজকে কিছু একটা বলেন। সিরাজও চোখ দুটি বড় করে রেগে লাল হয়ে যান। যা দেখে যে কারও মনে হওয়ার কথা, দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
ড্রেসিংরুমে ফেরার আগে হেড আসলে কী বলেছিলেন, তা স্টাম্প মাইকে শোনা যায়নি। এ কারণে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এ ব্যাপারে হেডের কাছে জানতে চান। উত্তরে অস্ট্রেলিয়ার ৩০ বছর বয়সী ব্যাটসম্যান বলেন, ‘আমি তাকে মজা করে বলেছিলাম, ভালো বল করেছ। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। সে যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।’
গত বছর থেকে ভারতীয় বোলারদের জন্য রীতিমতো ত্রাস হয়ে উঠেছেন ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর সেঞ্চুরি করেছেন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও। গতকাল করেছেন আরেকটি।
কিন্তু আউট হয়ে ফিরে যাওয়ার সময় সিরাজ তাঁকে ড্রেসিংরুমে ফেরার ইঙ্গিত দেওয়ায় ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন হেড, ‘যা হওয়ার হয়ে গেছে। কিন্তু ওরা যদি এভাবেই প্রতিক্রিয়া দেখাতে চায় এবং এভাবেই নিজেদের উপস্থাপন করে, তাহলে আমাদের পক্ষ থেকেও এমন করা হবে।’
তবে হেডের দাবির সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন সিরাজ। ভারতের এই পেসারের দাবি, সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মিথ্যাচার করেছেন। আজ সকালে অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ভারতের সাবেক স্পিনার ও এই সিরিজে স্টার স্পোর্টসের ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা হরভজন সিংয়ের সঙ্গে কথা হয় সিরাজের।
স্টার স্পোর্টসকে ৩০ বছর বয়সী বোলার বলেন, ‘আমি ভালো বল করেছি, সংবাদ সম্মেলনে বলা তার (হেডের) এই কথা পুরোপুরি মিথ্যা। টিভিতে দেখলেই বুঝবেন, সে আসলে কী বলেছিল। আমি শুধু উদ্যাপন করেছিলাম। কিন্তু সে আমাকে প্রথমে গালিগালাজ করে। আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন।’
সিরাজ আরও বলেন, ‘এটা একটা দারুণ লড়াই ছিল। তাকে বল করতে আমার ভালো লাগে। সে ১৪০ রান করেছে এবং দারুণ ব্যাটিং করেছে।’
হেডকে আউট করে কেন রেগে গিয়েছিলেন, সেটিও খোলাসা করেছেন সিরাজ, ‘যখন আপনি ভালো বলেও ছক্কা খাবেন, তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। এটা আপনাকে উত্তেজিত করে তুলবে। তাই আমি তাকে আউট করেই উদ্যাপন করেছি। কিন্তু সে গালিগালাজ করেছে। আমরা কাউকে অসম্মান করি না। আমি প্রত্যেক ক্রিকেটারকে সম্মান করি। ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু সে আউট হওয়ার পর যে ধরনের আচরণ করল, তা অনাকাঙ্ক্ষিত ছিল।’
আজ ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে সিরাজ ব্যাটিংয়ে নামার পরপরই শর্ট লেগে ফিল্ডিং করতে যান হেড। এ সময় হেড সিরাজকে বলেন, ‘আমি কসম করে বলছি, আমি তোমাকে বলেছি ভালো বল করেছ।’ সিরাজ বলেন, ‘আমিও বলেছি তুমি ভালো ব্যাটিং করেছ।’
এরপর হেড সিরাজকে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করতে বলেন। কিছুক্ষণ পরেই স্কট বোল্যান্ডের বলে হেডকেই ক্যাচ দিয়ে আউট হন সিরাজ।