বিরাট কোহলির ব্যাটে রান নেই, তাঁর এ রানখরা নিয়ে চারদিকে আলোচনার ঝড় চলছে। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের দীর্ঘদিনের রানখরা রীতিমতো যেন অস্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সবার জন্য। কী করলে কোহলি ফিরবেন, এ মত দিচ্ছেন সবাই নিজেদের মতো করে। অনেকেই কোহলির পাশে দাঁড়াচ্ছেন, তাঁকে অনুপ্রেরণা জোগাচ্ছেন, অভয় দিচ্ছেন। অনেকে আবার তাঁর সমালোচনায়ও মুখর হয়েছেন। কেউ কেউ তো তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়ে কথা বলছেন!
কিন্তু যাঁকে নিয়ে এত কথা, সেই কোহলি ছিলেন নিশ্চুপ। অনেকেই ভেবেছিলেন, সব কথার জবাব মাঠেই দেবেন কোহলি। ভারতের হয়ে আবার মাঠে নামতে এখনো পাঁচ দিন অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। সবকিছু ঠিক থাকলে বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপে ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি। এ পর্যন্ত অবশ্য অপেক্ষা করেননি কোহলি, সমালোচনার জবাব মাঠে নামার আগেই দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
স্টার স্পোর্টসের অনুষ্ঠান ‘গেম প্ল্যান’–এ কোহলি বলেছেন, ‘আমি জানি, আমার খেলা কোন অবস্থায় রয়েছে। পরিস্থিতি সামলানো এবং ভিন্ন ধরনের বোলিং আক্রমণ সামলানোর সামর্থ্য না থাকলে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এতদূর আসত না।’
কোহলি প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যান ২০১৪ সালে। জেমস অ্যান্ডারসনের আউট সুইং করা ডেলিভারিতে তাড়া করতে গিয়ে নাস্তানাবুদ হয়েছিলেন সে সিরিজে। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১০ ইনিংস খেলে মাত্র ১৩৪ রান করেছিলেন কোহলি। এর মধ্যে চারবারই প্রায় একইভাবে অ্যান্ডারসনের শিকার হন ভারতের সাবেক অধিনায়ক। অনেক বড় ক্রিকেটারই নিজের দুর্বলতাকে একটা সময়ে শক্তিতে পরিণত করেন। কোহলিও তাই করেছিলেন।
ইংল্যান্ড সফর থেকে ফিরে কোহলি ব্যাটিং কৌশল নিয়ে কাজ করেছিলেন শচীন টেন্ডুলকারের সঙ্গে। কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ ভিন্ন কোহলিকে দেখা যায় অস্ট্রেলিয়া সফরে। ২০১৮ সালে পরবর্তী ইংল্যান্ড সফরেও করেছিলেন ৫৯৩ রান।
তবে তখনকার মতো বর্তমানে কোহলির আউটের ধরন এক নয়। সে জন্যই টেকনিক নিয়ে কাজ করা একটু কঠিনই হয়ে যাচ্ছে কোহলির জন্য, ‘ইংল্যান্ডে অনেকটা একইভাবে আউট হয়েছিলাম, যা নিয়ে পরে আমি কাজ করতে পেরেছি। কিন্তু বর্তমানে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে সমস্যা কোথায়।’
জীবনে উত্থান-পতন থাকবে, একজন খেলোয়াড় হিসেবে কোহলি এটা মেনেই নিয়েছেন। সঙ্গে সামনের দিনগুলো নিয়ে একটা কথাও বলে রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরির মালিক, ‘আমি জানি উত্থান-পতন থাকবেই। তবে যখন এই খারাপ সময় আমি পার করে ফেলব, আমি জানি কতটা ধারাবাহিকভাবে খেলতে পারব।’