ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনে নেদারল্যান্ডসের (বাঁ থেকে) মার্ক ও'ডাউড, লোগান ফন বিক ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনে নেদারল্যান্ডসের (বাঁ থেকে) মার্ক ও'ডাউড, লোগান ফন বিক ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস

আলোচিত ধর্মশালার আউটফিল্ড দেখে আনন্দই পাচ্ছেন নেদারল্যান্ডস কোচ

৭ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশের ম্যাচের পর থেকেই বিশ্বকাপের অন্যতম আলোচনার বিষয় ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের আউটফিল্ড। এমন মাঠে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের খেলা কীভাবে হয়, সে প্রশ্নও উঠেছিল। তবে আউটফিল্ড নিয়ে নেদারল্যান্ডস কোচ রায়ান কুকের তেমন কোনো অভিযোগ নেই। বরং এটি দেখে তারা নাকি একটু আনন্দই পাচ্ছেন!

এ মাঠের আউটফিল্ডের অবস্থা এমন ছিল, ফিল্ডারদের ডাইভ দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করার কথাও বলা হয়েছিল। আগামীকাল এ মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলতে নামবে নেদারল্যান্ডস। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ধর্মশালার ‘আলোচিত’ আউটফিল্ড নিয়ে প্রশ্নের জবাবে কুক বলেছেন, ‘আউটফিল্ডের ব্যাপারে বলতে গেলে, আমরা নেদারল্যান্ডস থেকে এসেছি। আসলে একটু আনন্দই পাচ্ছি আউটফিল্ড দেখে, কারণ এটি আমরা যেসব মাঠে খেলি, সেগুলোর বেশির ভাগের চেয়ে হয়তো ভালো।’

আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের ক্রিকেট অবকাঠামো যে তেমন উন্নত নয়, কুকের কথাতে সেটির সরাসরি ইঙ্গিতই আছে। অবশ্য আগের দুটি ম্যাচ হায়দরাবাদে খেলার পর এবার কন্ডিশন ভিন্ন হবে, কুক মনে করিয়ে দিয়েছেন সেটিও, ‘অবশ্যই আমরা আগে যেসব ভেন্যুতে খেলেছি, সেগুলোর চেয়ে একটু আলাদা। ম্যাচ চলার সময় ছেলেদের মানিয়ে নিতে হবে।’

নেদারল্যান্ডস কোচ রায়ান কুক

১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের পর এ মাঠে খেলা হয়নি। এর মাঝে কিছু সংস্কারকাজ করা হয়েছে বলেও জানা গেছে। এ মাঠে অনুশীলনের পর অবশ্য খুব একটা অসন্তুষ্ট হননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাও। তিনি বলেছেন, ‘আমার মনে হয় মাঠটা একটু এবড়োখেবড়ো আছে। আমরা গতকাল ফিল্ডিং অনুশীলন করেছি, সত্যি বলতে কি, যতটা খারাপ দেখায় ততটা মনে হয়নি। তবে ম্যাচে কেমন থাকে সেটি দেখতে হবে। আমরা আরেকটু সতর্ক হওয়ার ব্যাপারে কথা বলেছি।’

সেটি কীভাবে, সে ব্যাখ্যাও দিয়েছেন বাভুমা, ‘হয়তো ডাইভিংয়ের টেকনিক বদলাতে হবে, তবে ম্যাচের উত্তপ্ত পরিস্থিতিতে সেটি কতটা সহজ হবে না জানি না। আমার মনে হয় একটু বেশি সতর্ক থাকতে হবে। তবে যেমনটি বললাম, গতকাল ফিল্ডিং করে ততটা বাজে মনে হয়নি। তবে কাল ম্যাচে খেলার সময়ই আসলে বুঝতে পারব।’

দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসের পরপর অবস্থানগত সৌন্দর্যে নান্দনিক এ মাঠে হবে আরও দুটি ম্যাচ। ২২ অক্টোবর স্বাগতিক ভারতের পর ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।