ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান লোকেশ রাহুল
ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান লোকেশ রাহুল

রাহুলকে নিয়ে ইরফান

‘স্বয়ংক্রিয় গাড়ির যুগে সে গিয়ারের গাড়ি’

খেলা ছাড়ার পর কোচিং বা মেন্টরশিপ নয়, ধারাভাষ্যকে বেছে নিয়েছেন ইরফান পাঠান। সাবেক ভারতীয় পেসার যে কাজটা মন্দ করেন না, তা এত দিনে অনেকেরই জানা। বিশেষ করে শব্দের প্রয়োগে, উপমায় ভালোই কথা বলেন ইরফান। এমনই এক মন্তব্য এসেছে এবার লোকেশ রাহুলকে নিয়ে।

ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে প্রথাগত গাড়ির সঙ্গে তুলনা করেছেন ইরফান। তাঁর মতে, টি-টোয়েন্টির যুগে ব্যাটসম্যানরা হচ্ছেন স্বয়ংক্রিয় গাড়ির মতো। কিন্তু রাহুল হলেন সেই গাড়ি, যার গিয়ার আছে। প্রয়োজনমতো যেকোনো গিয়ারে গাড়ি চালানো যায়।

ইরফানের মুখে রাহুলের কথা এসেছে আইপিএলের আলোচনায়। রাহুল আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। এবারের আসরে রাহুল ছাড়া আরও দুই ওপেনার আছেন লক্ষ্ণৌয়ে—কুইন্টন ডি কক ও কাইল মায়ার্স। এ ছাড়া রাজস্থান রয়্যালস থেকে আসা দেবদূত পাড়িক্কালও ওপেনিংয়ে খেলে থাকেন।

আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ব্যাটিং ওপেন করে থাকেন লোকেশ রাহুল

ওপেনারে ভরা দলে রাহুল যদি পরের দিকে ব্যাটিং করেন, তা লক্ষ্ণৌর জন্য কাজে দেবে কি না, সে আলোচনায় ইরফান বলেন, ‘স্বয়ংক্রিয় গাড়ির যুগে সে গিয়ারের গাড়ি। ১ নম্বর থেকে ৫ নম্বর পর্যন্ত সব গিয়ারেই সে ব্যাট করতে পারে। এমনকি তাঁর ষষ্ঠ গিয়ারও আছে। যে কারণে রাহুল নিচের দিকে ব্যাটিং করলে সেটা মনে হয় না খারাপ হবে।’

রাহুল যদি তিনে বা মিডল অর্ডারে নেমে যান, সে ক্ষেত্রে ডি কক-মায়ার্সকেই লক্ষ্ণৌর ওপেনার হিসেবে দেখছেন ইরফান, ‘টিম কম্বিনেশনে ডি কক, মায়ার্সকেই ওপেনার মনে হচ্ছে। দুজনই একাদশে থাকলে লক্ষ্ণৌ বোলিং আক্রমণ ভারতীয় পেসারদের দিয়ে সাজাতে পারবে।’

এ বছরের আইপিএল শুরু হতে পারে ২২ মার্চ। ভারতের জাতীয় নির্বাচনের তারিখ দেখে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।