ভারতের সঙ্গে সিরিজের বাকি তিন টেস্টে জ্যাক লিচকে আর পাচ্ছে না ইংল্যান্ড। হাঁটুর চোটে ছিটকে গেছেন বাঁহাতি এ স্পিনার।
সর্বশেষ অ্যাশেজে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ছিলেন না লিচ। ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়েই দলে ফেরেন তিনি। হায়দরাবাদে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পান। প্রথম ইনিংসে ২৬ ওভার বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে ১০ ওভারের বেশি করতে পারেননি, যদিও তাতেই শ্রেয়াস আইয়ারের উইকেট নেন। সে ম্যাচে ২৮ রানে জেতে ইংল্যান্ড।
সে চোটের কারণে বিশাখাপট্টনমে পরের টেস্টেও ছিলেন না লিচ। ভাবা হয়েছিল, রাজকোটে ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টেস্টের আগে লম্বা বিরতিতে সেরে ওঠার আরও সুযোগ পাবেন তিনি। তবে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবুধাবি থেকে দেশে ফিরে যাবেন তিনি। সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা হবে এ ৩২ বছর বয়সীর। পরের টেস্টের আগে আবুধাবিতে ছুটিতে আছে ইংল্যান্ড দল।
লিচের অনুপস্থিতিতে বিশাখাপট্টনমে ১০৬ রানে হারা ম্যাচে ইংলিশ স্পিনারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন ২ টেস্ট খেলা রেহান আহমেদ। সঙ্গে ছিলেন ১ টেস্ট খেলা টম হার্টলি ও অভিষিক্ত শোয়েব বশির। পাশাপাশি পার্ট টাইমার জো রুট থাকলেও আঙুলের চোটে দ্বিতীয় ইনিংসে ২ ওভারের বেশি বোলিং করেননি।
লিচের বদলি হিসেবে অবশ্য কাউকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে পরের টেস্টগুলোতে এক পেসার খেলানোর সিদ্ধান্ত থেকেও সরে আসতে পারে তারা। হায়দরাবাদে পেসার হিসেবে খেলেছিলেন মার্ক উড, পরের টেস্টে আনা হয় জেমস অ্যান্ডারসনকে। উড উইকেটশূন্য থাকলেও অ্যান্ডারসন দারুণ পারফরম্যান্সই করেন। রাজকোটে অ্যান্ডারসনের সঙ্গে উড বা ওলি রবিনসনকে দেখা যেতে পারে। যদিও স্বাভাবিকভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে উইকেট দেখার পর। ছুটি কাটিয়ে আগামীকাল ভারতে ফেরার কথা আছে ইংল্যান্ড দলের।
এদিকে গতকালই পরের তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। ব্যক্তিগত কারণে নেই বিরাট কোহলি, চোটের কারণে নেওয়া হয়নি শ্রেয়াসকেও। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ। ফিটনেস সাপেক্ষে আছেন দ্বিতীয় টেস্টে না খেলা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ব্যাটসম্যান লোকেশ রাহুল।